৮০০ উইকেট…! অশ্বিন কি পারবেন মুরলীধরনের রেকর্ড ভাঙতে? ‘সংখ্যা’ কী বলছে দেখুন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
India vs Bangladesh: চেন্নাই টেস্টে ৬ উইকেট নিয়ে কোর্টনি ওয়ালশের রেকর্ড ভেঙে দিয়েছেন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজ পেসারের নামের পাশে রয়েছে ৫১৯ টেস্ট উইকেট। অশ্বিনের ৫২২।
advertisement
1/5

ব্যাট হাতে সেঞ্চুরি, বল হাতে ৬ উইকেট। স্বপ্নের ফর্মে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এখন মুথাইয়া মুরলীধরনের ৮০০ উইকেটের রেকর্ড কী ভাঙতে পারবেন তিনি? অশ্বিন কী হতে পারবেন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি? চেন্নাই টেস্টের পর আবারও এই সব প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছেন ক্রিকেট ভক্তরা। File Photo
advertisement
2/5
চেন্নাই টেস্টে ৬ উইকেট নিয়ে কোর্টনি ওয়ালশের রেকর্ড ভেঙে দিয়েছেন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজ পেসারের নামের পাশে রয়েছে ৫১৯ টেস্ট উইকেট। অশ্বিনের ৫২২। ভারতীয় স্পিনারের সামনে এখন রয়েছেন ৭ বোলার। এর মধ্যে ৬ জনই অবসর নিয়ে নিয়েছেন। খেলছেন শুধু নাথান লিয়ঁ (৫৩০ উইকেট)।
advertisement
3/5
টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের দখলে। ১৩৩ টেস্ট ম্যাচে ৮০০ উইকেট নিয়েছেন তিনি। এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। ৭০৮ উইকেটের মালিক তিনি। ৭০৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জেমস অ্যান্ডারসন। চতুর্থ স্থানে অনিল কুম্বলে। ৬১৯ উইকেটের মালিক তিনি। ৬০৪ উইকেট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন স্টুয়ার্ট ব্রড। ষষ্ঠ স্থানে রয়েছেন প্রবাদপ্রতিম অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রা। তাঁর ঝুলিতে রয়েছে ৫৬৩ উইকেট। এরপর রয়েছেন নাথান লিয়ঁ এবং রবিচন্দ্রন অশ্বিন।
advertisement
4/5
নাথান এবং অশ্বিনের মধ্যে এখন জোরদার প্রতিযোগিতা চলছে। দু’জনেই এ যুগের সেরা অফ স্পিনার। অশ্বিন ১০১ ম্যাচে ৫২২ উইকেট নিয়েছেন। স্ট্রাইক রেট ৫০.৫১। প্রতি ৫০ বলে গড়ে একটি করে উইকেট। অন্য দিকে, ৩৬ বছর বয়সী নাথান লিয়ঁ ১২৯ টেস্টে ৫৩০টি উইকেট নিয়েছেন। স্ট্রাইক রেট ৬১.৮১। গড়ে ১২ ওভারে একটি উইকেট নেন তিনি।
advertisement
5/5
অশ্বিনকে ৮০০ উইকেট নিতে গেলে আরও অন্তত ৪০ থেকে ৫০টি টেস্ট খেলতে হবে। ডান হাতি স্পিনারের এখন বয়স ৩৮ বছর। অর্থাৎ আনুমানিক ৪৫ বছর পর্যন্ত তাঁকে খেলা চালিয়ে যেতে হবে। যা সহজ নয় মোটেই। সোজা কথায়, ৮০০ উইকেটের রেকর্ডের পথে অশ্বিনের সামনে সবচেয়ে বড় বাধা তাঁর বয়স। ১৩ বছরের কেরিয়ারে তিনি ১০১টি টেস্ট খেলেছেন। বর্তমান ফর্ম দেখে আশা করা যায়, তিনি কুম্বলের রেকর্ড ভাঙবেন বা কাছাকাছি আসবেন। তবে মুরলীধরনের রেকর্ড ছোঁয়া হয়তো সম্ভব হবে না অশ্বিনের।