India vs Bangladesh: ৮ মাস পর ভারতীয় টেস্ট দলে কামব্যাক! শক্তি অনেকটাই বাড়ল টিম ইন্ডিয়ার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Bangladesh: সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিসিআই। ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড।
advertisement
1/6

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিসিআই। ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড।
advertisement
2/6
ঘোষিত দলে ফেরানো হয়েছে বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ সহ একাধিক সিনিয়র ক্রিকেটারকে। এদের মধ্যে বিরাট কোহলি ৮ মাস পর ফের লাল বলের ক্রিকেটে ফিরছেন।
advertisement
3/6
বিরাট কোহলি শেষবার টেস্ট ক্রিকেটে খেলেছিলেন চলতি বছরের ৩-৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা তৈরি হলেও দলে ফেরেননি কোহলি।
advertisement
4/6
দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার কারণে ভারতীয় দল থেকে বিরতি নিয়েছিলেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ দিয়েই ফের টেস্ট ক্রিকেটে ফিরতে চলেছেন বিরাট।
advertisement
5/6
প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলাদেশ সিরিজ। তারপর আগামী কয়েক মাসে ১০টি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ফলে কোহলির ফেরা ভারতীয় দলের শক্তি অনেকটাই বাড়াবে।
advertisement
6/6
এক ঝলকে দেখে নিন বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড: ভারতীয় স্কোয়াড- রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ ও যশ দয়াল।