TRENDING:

IND vs BAN: বাংলাদেশকে হারাতে ভারতের রণনীতি ফাঁস! কী মাস্টারপ্ল্যান তৈরি করেছে টিম ইন্ডিয়া

Last Updated:
India vs Bangladesh: বাংলাদেশকে কোনওভাবেই হাল্কাভাবে নিচ্ছে ভারতীয় দলও। তাই সেরা দলকেই মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। তবে পাক বধ করে আসা বাংলাদেশের বিরুদ্ধে কী রণনীতি হবে ভারতীয় দলের সেই দিকেই নজর রয়েছে সকলের।
advertisement
1/7
বাংলাদেশকে হারাতে ভারতের রণনীতি ফাঁস! কী মাস্টারপ্ল্যান তৈরি করেছে টিম ইন্ডিয়া
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। পূর্ণ শক্তির দল নিয়ে শাকিব-শান্টো-লিটনদের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে এই সিরিজ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতীয় দলের কাছে।
advertisement
2/7
অপরদিকে, ভারত সফরে আসার আগে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। প্রথমবার এমন টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছে বাংলা টাইগার্সরা। ফলে আত্মবিশ্বাসে ভরপুর হয়েই ভারতে আসছে শাকিবরা। ইতিমধ্যেই ভারতকে হারানোর হুঙ্কারও দিয়েছে বাংলাদেশের একাধিক ক্রিকেটার।
advertisement
3/7
বাংলাদেশকে কোনওভাবেই হাল্কাভাবে নিচ্ছে ভারতীয় দলও। তাই সেরা দলকেই মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। তবে পাক বধ করে আসা বাংলাদেশের বিরুদ্ধে কী রণনীতি হবে ভারতীয় দলের সেই দিকেই নজর রয়েছে সকলের।
advertisement
4/7
চেন্নাইতে হবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ হবে কানপুরে। ঘরের মাঠে বরাবরই স্পিন সহায়ক উইকেটে খেলে থাকে ভারতীয় দল। ফলে এবারও তার অন্যথা হবে না বলেই মনে করা হচ্ছে। চেন্নাই ও কানপুরে বরাবর স্পিনিং ট্র্যাক হয়ে থাকে।
advertisement
5/7
হোম সিরিজে স্পিন অস্ত্রেই প্রতিপক্ষতে কুপকাত করার ছক কষবে টিম ইন্ডিয়া। সেই আভাস পাওয়া গিয়েছে দল নির্বাচনের ক্ষেত্রেও। প্রথম টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পেয়েছেন মোট চারজন স্পিনার (অশ্বিন-জাদেজা-অক্ষর-কুলদীপ)।
advertisement
6/7
এখনও পর্যন্ত ভারতীয় দল সূত্রে যা খবর তাতে ৬ ব্যাটার, ৩ স্পিনার, ২ পেসারের রণনীতিতেই দল সাজাতে পারেন গৌতম গম্ভীর, রোহিত শর্মারা। জাদেজা, অক্ষর ও অশ্বিনের ব্যাটের হাতও যথেষ্ট ভাল। ফলে ব্যাটিংও শক্তিশালী থাকবে ভারতের।
advertisement
7/7
এক ঝলকে দেখে নিন বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড: ভারতীয় স্কোয়াড- রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ ও যশ দয়াল।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs BAN: বাংলাদেশকে হারাতে ভারতের রণনীতি ফাঁস! কী মাস্টারপ্ল্যান তৈরি করেছে টিম ইন্ডিয়া
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল