TRENDING:

India vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে ফের বদল হবে ভারতীয় দলে! ইঙ্গিত দিলেন রোহিত শর্মা

Last Updated:
India vs Bangladesh ICC T20 World Cup 2024: ২২ জুন শনিবার সুপার এইটের দ্বিতীয় ম্যাচ বালাদেশের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। এই ম্যাচ জিততে পারলেও সেমির টিকিট পাকা হয়ে যাবে রোহিত-বিরাটদের।
advertisement
1/6
বাংলাদেশের  বিরুদ্ধে ফের বদল হবে ভারতীয় দলে! ইঙ্গিত দিলেন রোহিত শর্মা
টি-২০ বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ২২ জুন শনিবার সুপার এইটের দ্বিতীয় ম্যাচ বালাদেশের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। এই ম্যাচ জিততে পারলেও সেমির টিকিট পাকা হয়ে যাবে রোহিত-বিরাটদের।
advertisement
2/6
আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে পরিবর্তন হয়েছিল। মহম্মদ সিরাজের জায়গায় দলে সুযোগ পেয়েছিলেন কুলদীপ যাদব। বার্বাডোজের মন্থর উইকেটে দলে ফিরেই পারফর্ম করেন চায়নাম্যান স্পিনার। ২ উইকেট নেন তিনি।
advertisement
3/6
কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ফের ভারতীয় দলে বদল হতে পারে। আফগানিস্তান ম্যাচ শেষে তেমনই ইঙ্গিত দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পরিস্থিতি, পিচ, প্রতিপক্ষ অনুযায়ী দল পরিবর্তন হবে বলে জানান হিটম্যান।
advertisement
4/6
প্রতি ম্যাচে তিন স্পিনার খেলবে বা তিন পেসার খেলবে তার কোনও নিশ্চয়তা নেই। প্রতি ম্যাচের পরিকল্পনা অনুযায়ী দল গঠন করা হবে বলে জানিয়েছেন রোহিত শর্মা। ফলে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের একাদশেও পরিবর্তন হবে বলে জল্পনা করা চলছে।
advertisement
5/6
রোহিত শর্মা বলেছেন,"আমাদের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে। প্রতিপক্ষ দেখে আমরা দলে যে কোনও পরিবর্তন করতে পারি। মনে হয়েছিল, এই ম্যাচে তিন স্পিনার খেলানো ভাল। তাই খেলিয়েছি। পরের ম্যাচে দরকার পড়লে তিন পেসারও খেলাতে পারি।"
advertisement
6/6
প্রসঙ্গত, আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়। ওপোনিংয়ে ব্যর্থ রোহিত শর্মা ও বিরাট কোহলি জুটি। ব্যর্থ হয়েছেন শিবম দুবেও। ফলে বাংলাদেশ ম্যাচে পরিবর্তনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখার সত্যিই বাংলাদেশে ম্যাচে কোনও পরিবর্তন হয়নি।
বাংলা খবর/ছবি/খেলা/
India vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে ফের বদল হবে ভারতীয় দলে! ইঙ্গিত দিলেন রোহিত শর্মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল