India vs Bangladesh: পাকিস্তান আর ভারত এক নয়! দ্বিতীয় দিনেই টিম ইন্ডিয়ার জবাবে কুপকাত বাংলাদেশ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Bangladesh: চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে টিম ইন্ডিয়া। প্রথম দিনের পর দ্বিতীয় দিন সকালে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৭৬ রানে। রান তাড়া করতে নেমে ব্যাটিং ভরাডুবি বাংলাদেশের।
advertisement
1/6

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে টিম ইন্ডিয়া। প্রথম দিনের পর দ্বিতীয় দিন সকালে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৭৬ রানে। রান তাড়া করতে নেমে ব্যাটিং ভরাডুবি বাংলাদেশের। (Photo Courtesy- BCCI X)
advertisement
2/6
চেন্নাইয়ের উইকেটে নতুন বলে যে পেসারদের জন্য সুবিধা রয়েছে তা প্রথম দিন বাংলাদেশের পেসাররাই বুঝিয়ে দিয়েছেন। দ্বিতীয় দিনে দাপট দেখাল ভারতীয় পেসাররা। প্রথম ওভারেই ধাক্কা দেন জসপ্রীত বুমরাহ। শাদমান ইসলামকে বোল্ড করেন তিনি। (Photo Courtesy- BCCI X)
advertisement
3/6
এরপরই নতুন বলে ফের একবার নিজেকে প্রমাণ করেন আকাশ দীপ। প্রথমে জাকির তার পর মমিনুল, পর পর দু’বলে দু’উইকেট তুলে নিলেন আকাশ দীপ। দুই বাংলাদেশি ব্যাটারকে বোল্ড করেন বাংলার পেসার। (Photo Courtesy- BCCI X)
advertisement
4/6
প্রথম থেকে ভাল বোলিং করলেও উইকেট পাচ্ছিলেন না মহম্মদ সিরাজ। তারপর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আউট করেন মহম্মদ সিরাজ। (Photo Courtesy- BCCI X)
advertisement
5/6
জসপ্রীত বুমরাহ নিজের আগুনে বোলিং জারি রাখেন। প্রথম উইকেট নেওয়ার পর ফের দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন বুমবুম। মুশফিকুরলরহমি ও হাসান মাহমুদের উইকেট নেন বুমরাহ। (Photo Courtesy- BCCI X)
advertisement
6/6
স্পিনারদের মধ্যে ব্যাট হাতে কামাল দেখেনারো পর ব ল হাতেও ভেলকি দেখান রবীন্দ্র জাদেজা। দুই সেট ব্য়াটার শাকিব আল হাসান ও লিটন দাসকে সাজঘরে পাঠান জাড্ডু। চা বিরতি পর্যন্ত বাংলাদেশের স্কোর ১১২ রানে ৮ উইকেট। (Photo Courtesy- BCCI X)