IND vs AUS: কতদিন এভাবে চলবে! বিরাট রাজনীতি টিম ইন্ডিয়ায়! তারকা ক্রিকেটারকে বসিয়ে রাখা হয়, ওপেন করলেই রান আসে!
- Published by:Suman Majumder
Last Updated:
IND vs AUS Team India : অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে শুরু হওয়া ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া হারের মধ্য দিয়ে যাত্রা শুরু করল। পার্থে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারায় অজিরা।
advertisement
1/6

অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে শুরু হওয়া ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া হারের মধ্য দিয়ে যাত্রা শুরু করল। পার্থে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারায় অজিরা। বৃষ্টির কারণে ম্যাচে একাধিকবার বাধা সৃষ্টি হয়, তবে ভারতের ব্যাটিং ও বোলিং—দু’টিই ব্যর্থ হয়। ফলে, এই বছরের প্রথম ওয়ানডে ম্যাচেই হারের মুখে পড়তে হয় টিম ইন্ডিয়াকে।
advertisement
2/6
৭ মাসের দীর্ঘ বিরতির পর আবার মাঠে নেমেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি, কিন্তু দুজনেই ফ্লপ। রোহিত শর্মা মাত্র ৮ রান করে আউট হন, আর কোহলি কোনো রান না করে প্যাভেলিয়নে ফিরে যান। শ্রেয়স আইয়ারও (১১ রান) সফল হতে পারেননি। তবে এখানে বিশেষ করে একজন খেলোয়াড়ের কথা বলা উচিত, যে বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে। কে এই খেলোয়াড়?
advertisement
3/6
টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিলও প্রথম ওয়ানডেতে ব্যর্থ হন। তিনি মাত্র ১০ রান করে প্যাভেলিয়নে ফিরে যান। বোলিংয়ের উপযোগী পিচে ব্যর্থ হওয়া গিলের জন্য নতুন কিছু নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। ফ্ল্যাট পিচে অসাধারণ পারফরম্যান্স করা গিল বোলিংয়ের উপযোগী পিচে বড় রান পেতে কসরত করেন।
advertisement
4/6
এমন একজন খেলোয়াড়ের জন্য প্রতিভাবান যশস্বী জয়সওয়ালকে অবহেলা করা হচ্ছে। জয়সওয়াল শুধুমাত্র টেস্ট ম্যাচগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। জয়সওয়ালের মধ্যে সব ফরম্যাটে খেলার ক্ষমতা রয়েছে। পিচ যাই হোক না কেন, তিনি ধরে রেখে খেলতে পারেন। তবুও, জয়সওয়ালকে ওয়ানডে এবং টি২০ থেকে দূরে রাখা হচ্ছে।
advertisement
5/6
যদি এভাবেই গিলকে সুযোগ দেওয়া হয় আর যশস্বীকে উপেক্ষা করা হয়, তা হলে দলের ক্ষতি হতে পারে। বর্তমান পরিস্থিতিতে রোহিত শর্মা এবং গিলের তুলনায় যশস্বী অনেক বেশি প্রতিভাবান এবং পারফর্ম করার ক্ষমতা রাখেন। তাই যশস্বীকে প্লেয়িং ইলেভেনে খেলার পূর্ণ অধিকার দেওয়া উচিত। গিলকে বাইরে রেখে যশস্বীকে প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করা উচিত।
advertisement
6/6
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি থাকা দুই ওয়ানডে ম্যাচে যদি রোহিত শর্মা আবারও ব্যর্থ হন, তাহলে কঠিন সিদ্ধান্ত কি নিতে পারবে টিম ম্যানেজমেন্ট! গিলের ক্ষেত্রে হয়তো আপোস করা হবে না। অভিষেক শর্মা এবং সনজু স্যামসনের মতো ওপেনাররা দলেই রয়েছেন, তাঁরা সুযোগ পেলে পারফর্ম করার ক্ষমতা রাখেন।