TRENDING:

India vs Australia World Cup 2023 Final: লড়াই করে ২ জনকে দলে নিয়েছিলেন রাহুল দ্রাবিড়, বিশ্বকাপে সমালোচকদের দিলেন যোগ্য জবাব

Last Updated:
India vs Australia World Cup 2023 Final: ভারতের অপ্রতিরোধ্য পারফরম্যান্সে যেমন একাধিক প্লেয়ারের গুরুত্ব অস্বীকার করা যায় না। ঠিক তেমনই অস্বীকার করা যায় কোচ রাহুল দ্রাবিড়ের অবদানের কথা। বিশেষ করে ২ জন ক্রিকেটারকে বিশ্বকাপের দলে রাখার জন্য দ্রাবিড় অনেকের সঙ্গে লড়াই করেছিলেন।
advertisement
1/7
লড়াই করে ২ জনকে দলে নিয়েছিলেন দ্রাবিড়, বিশ্বকাপে সমালোচকদের দিলেন যোগ্য জবাব
লিগ পর্বে টানা ৯ ম্যাচে জয়। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭০ রানের দুরন্ত জয়। ১০ ম্যাচ অপরাজিত থেকে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে টিম ইন্ডিয়া। রবিবার মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।
advertisement
2/7
ভারতের অপ্রতিরোধ্য পারফরম্যান্সে যেমন একাধিক প্লেয়ারের গুরুত্ব অস্বীকার করা যায় না। ঠিক তেমনই অস্বীকার করা যায় না কোচ রাহুল দ্রাবিড়ের অবদানের কথা। বিশেষ করে ২ জন ক্রিকেটারকে বিশ্বকাপের দলে রাখার জন্য দ্রাবিড় অনেকের সঙ্গে লড়াই করেছিলেন।
advertisement
3/7
সেই দুই ক্রিকেটার হলেন কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার। চলতি বছরের শুরুতেই চোট পেয়েছিলেন এই দুই ক্রিকেটার। ২০২২ সাল থেকে খারাপ ফর্মে ছিলেন কেএল রাহুল। পরে তিনি আইপিএল চলকালীন চোট পেয়ে ছিটকে যান।
advertisement
4/7
পিঠের চোটের কারণে মার্চ মাস থেকে মাঠের বাইরে ছিলেন শ্রেয়াস আইয়ারও। এশিয়া কাপে সুস্থ হয়ে ওঠায় দুজনকেই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। বিশ্বকাপের জন্যও নির্বাচিত হন। সেই সময় অনেক ক্রিকেট বিশেষজ্ঞরীই প্রশ্ন তুলেছিলেন রাহুল ও শ্রেয়সের নির্বাচন নিয়ে।
advertisement
5/7
কেএল রাহুল খারাপ ফর্মে রয়েছেন। শ্রেয়স আইয়ারও পুরোপুরি ফিট ছিলেন না। এমন পরিস্থিতিতে কোচ রাহুল দ্রাবিড় ও বিসিসিআইয়ের নির্বাচক কমিটিও তিরস্কারের সম্মুখীন হয়েছিল। রাহুল ও শ্রেয়সের পরিবর্তে সঞ্জু স্যামসন ও তিলক ভর্মাকে দলে নেওয়ার দাবি তুলেছিল একটা অংশ।
advertisement
6/7
তবে কেএল রাহুল ও শ্রেয়স আইয়ারের উপর আস্থা রাখেন রাহুল দ্রাবিড়। সকলের সঙ্গে একপ্রকার লড়াই করেই তাদের দলে রাখেন। আর িবশ্বকাপে ভারতীয় মিডল অর্ডারে ভালো ব্যাটিং করছেন দুজনেই। শতরানও করেছেন। উইকেটের পিছনেও দুরন্ত কাজ করছেন কেএল রাহুল।
advertisement
7/7
রাহুল দ্রাবিড়ের সিদ্ধান্ত নিয়ে সেই সময় প্রশ্ন উঠলেও তিনি প্রমাণ করে দিয়েছেন তাঁর জহুরীর চোখ। কাজের মাধ্যমে সমালোচকদের দিয়েছেন যোগ্য জবাব। নিজের সেরাটা উজার করে দিয়ে কোচের আস্থার দাম দিয়েছেন কেএল রাহুল, শ্রেয়স আইয়ারও।
বাংলা খবর/ছবি/খেলা/
India vs Australia World Cup 2023 Final: লড়াই করে ২ জনকে দলে নিয়েছিলেন রাহুল দ্রাবিড়, বিশ্বকাপে সমালোচকদের দিলেন যোগ্য জবাব
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল