India vs Australia World Cup 2023 Final: বিশ্বকাপ ফাইনালে ভারতের একাদশে বড় বদল! অস্ট্রেলিয়াকে হারাতে 'গোপন অস্ত্র' নামাতে পারে টিম ইন্ডিয়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Australia World Cup 2023 Final: বিশ্বকাপ ফাইনালে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে জল্পনার শেষ নেই। গ্রুপ পর্ব থেকে সেমি ফাইনাল, বাংলাদেশ ম্যাচের পর থেকে প্রথম একাদশে খুব একটা পরিবর্তন করেননি কোচ রাহুল দ্রাবিড়। তবে ফাইনালে পরিবর্তন হলেও হতে পারে।
advertisement
1/8

আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় ম্যাচ। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ২২ গজের দুই পুরনো প্রতিদ্বন্দ্বি ভারত ও অস্ট্রেলিয়া। মেগা ফাইনাল ঘিরে পারদ তুঙ্গে।
advertisement
2/8
এই অস্ট্রেলিয়ার কাছে হেরেই ২০ বছর আগে কাপ জয়ের স্বপ্ন অধরা থেকে গিয়েছিল ভারতের। ট্রফি খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলকে। এবার রোহিত শর্মার হাত ধরে ঘরের মাঠে পুরনো হিসেবে চুকিয়ে নেওয়ার অপেক্ষায় গোটা দেশ।
advertisement
3/8
মেগা ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে জল্পনার শেষ নেই। গ্রুপ পর্ব থেকে সেমি ফাইনাল, বাংলাদেশ ম্যাচের পর থেকে প্রথম একাদশে খুব একটা পরিবর্তন করেননি কোচ রাহুল দ্রাবিড়। সেট টিমের পরিবর্তনের পক্ষে রাহুল কোনও দিনই খুব একটা থাকেন না।
advertisement
4/8
তবে শোনা যাচ্ছে ফাইনাল ম্যাচে দলে পরিবর্তন হলেও হতে পারে। কারণ আহমেদাবাদে যে উইকেটে খেলা হবে তা দেখে স্লো টার্নার মনে হচ্ছে। তাই দল একজন বাড়তি স্পিনার খেলানো হতে পারে। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন থাকলেও দীর্ঘ সময় রবিচন্দ্রন অশ্বিনের বোলিং ও ব্যাটিং অনুশীলন সেই সম্ভাবনা আরও উস্কে দিয়েছে।
advertisement
5/8
অশ্বিন গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ ছাড়া আর একটিও ম্যাচ খেলেননি। সেই ম্যাচেও ভালো বোলিং করেছিলেন। আর অজি দলে ৪ জন বাঁ হাতি ব্যাটার। ফলে অফ স্পিনারের প্রয়োজন পড়বে রোহিতের। আর আহমেদাবাদের উইকেটে যদি টার্ন ও বাউন্স থাকে তাহলে অশ্বিনের থেকে ভাল বিকল্প কিছুই হতে পারে না।
advertisement
6/8
এক ঝলকে দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও মহম্মদ / সিরাজ রবিচন্দ্রন অশ্বিন।
advertisement
7/8
অপরদিকে, অস্ট্রেলিয়া ফাইনালে ফাইনালে মানে বাঘের মুখে রক্তের স্বাদ লেগে যাওয়া। ১৯৯৯ থেকে যে চারটি ফাইনাল অস্ট্রেলিয়া খেলেছে প্রতিপক্ষ দলকে দাঁড়াতেই দেয়নি। এই অস্ট্রেলিয়া স্টিভ ওয়া, রিকি পন্টিং- বা মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়ার মত শক্তিশালী না হলেও, কাপ জয়ের এত কাছে এসে সেই ডমিনেটিং ক্রিকেটই খেলতে চাইছে প্যাট কামিন্সের দল।
advertisement
8/8
এক ঝলকে দেখে নিন অস্ট্রলিয়ার সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইঙ্গলিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।