TRENDING:

বর্ডার গাভাসকর ট্রফি জিতে এমন রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া, যা অস্ট্রেলিয়ার পক্ষে ভাঙা কার্যত অসম্ভব

Last Updated:
ভারত ববনাম অস্ট্রেলিয়া সিরিজের মধ্যে অন্যতম প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ। এই ঐতিহাসিক সিরিজ জয়ের ইতিহাসে এমন নজির গড়ল ভারত যা অস্ট্রেলিয়াক পক্ষে ভাঙা কার্যত অসম্ভব।
advertisement
1/6
বর্ডার গাভাসকর ট্রফিতে টিম ইন্ডিয়ার এই রেকর্ড অস্ট্রেলিয়ার পক্ষে ভাঙা অসম্ভব
ভারত ববনাম অস্ট্রেলিয়া সিরিজের মধ্যে অন্যতম প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ। ক্রিকেটের দুই শক্তিধর দেশের দুই প্রাক্তন কিংবদন্তী অ্যালান বর্ডার ও সুনীল গাভাসকরের নামে এই সিরিজ। ১৯৯৬-৯৭ সাল থেকে শুরু হয় ট্রফি।
advertisement
2/6
জনপ্রিয়তার নিরিখে অ্যাসেজ ও বর্ডার-গাভাসকর ট্রফি প্রায় সমতুল্য। এই সিরিজের ইতিহাসে রয়েছে একাধিক রেকর্ড। তবে ২০২৩ সালে সিরিজ জয়ের পর যে রেকর্ড গড়ল ভারতীয় দল, তা অস্ট্রেলিয়ার পক্ষে ভাঙাটা কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে।
advertisement
3/6
কারণ এই নিয়ে টানা চার বার বর্ডার-গাভাসকর ট্রফি জিতল ভারতীয় ক্রিকেট দল। ট্রফি জয়ের হ্যাটট্রিক ২০২১ সালেই করে নিয়েছিল টিম ইন্ডিয়া। যা এর আগে করতে পারেনি অজিরা। তবে এবার পরপর চারবার লাল বলের ক্রিকেটে অজি বধক করল ভারত।
advertisement
4/6
২০১৬-১৭ সাল থেকে টানা জিতছে ভারতীয় দল। সেবার ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল মেন ইন ব্লুরা। তারপর থেকে আর অজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের মুখ দেখতে হয়নি ভারতকে।
advertisement
5/6
২০১৮-১৯ সালে ইতিহাস রচনা করে বিরাট কোহলির নেতৃত্বাধীন দল। প্রথম বার অস্ট্রলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজ জিতে ভারত। ২-১ ছিল সিরিজের ফল। ২০২০-২১ সালে অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে কার্যত দ্বিতীয় দল নিয়েও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত।
advertisement
6/6
২০২৩ সাল অর্থাৎ এবার ঘরের মাঠে পরপর দুটি টেস্ট জিতে এগিয়ে গিয়েছিল ভারত। তৃতীয় টেস্ট হারের মুখ দেখতে হয়। তবে চতুর্থ টেস্ট আহমেদাবাদে ড্র হয়। যার ফলে ২-১ ব্যবধানে সিরিজ জেতে ভারত। ফলে পরপর ৪ বার জেতার এই নজির অজিদের স্পর্শ করাটা কঠিন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ছবি/খেলা/
বর্ডার গাভাসকর ট্রফি জিতে এমন রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া, যা অস্ট্রেলিয়ার পক্ষে ভাঙা কার্যত অসম্ভব
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল