Rohit Sharma: ধারে কাছে নেই বিরাট কোহলি, আন্তর্জাতিক ক্রিকেটে এমন রেকর্ড করলেন রোহিত শর্মা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি একদিনের ম্যাচে বিশ্রাম নিয়েছিলেন রোহিত শর্মা। তৃতীয় ম্যাচে দলে ফিরেই বিধ্বংসী ব্যাটিং করলেন ভারত অধিনায়ক। একইসঙ্গে গড়লেন অনন্য নজির।
advertisement
1/6

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি একদিনের ম্যাচে বিশ্রাম নিয়েছিলেন রোহিত শর্মা। তৃতীয় ম্যাচে দলে ফিরেই বিধ্বংসী ব্যাটিং করলেন ভারত অধিনায়ক। একইসঙ্গে গড়লেন অনন্য নজির।
advertisement
2/6
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৭ বলে ৮১ রানের ইনিংস কেলেন রোহিত শর্মা। ৫টি চার ও ৬টি ছয় মারেন। আর এই ৬টি ছয়ের সুবাদেই আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫০টি ছয় মারার মাইলস্টোন ছুলেন রোহিত।
advertisement
3/6
বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে এই রেকর্ড গড়লেন রোহিত শর্মা। এর আগে প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল একমাত্র ক্রিকেটার হিসেবে ৫৫০টি ছয় মেরেছিলেন। গেইলের মোট ছয় ৫৫৩।
advertisement
4/6
তবে গেইলের থেকে অনেক কম ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন রোহিত শর্মা। গেইল ৪৮৩টি ম্যাচ খেলে এই মাইলস্টোনে পৌছেছিলেন। সেখানে রোহিত শর্মা মাত্র ৪৫১ ম্যাচ খেলে ৫৫০টি ছক্কা মারলেন।
advertisement
5/6
এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ছয় মারার নিরিখে একে রয়েছে ইউনিভার্স বস। কিন্তু সেই রেকর্ড বেশি দিন থাকবে না। শীর্ষস্থানে উঠে আসতে রোহিত শর্মার দরকার আর মাত্র ৪টি ছয়।
advertisement
6/6
এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার ৫৫০টি ছয়ের মধ্যে টেস্টে ৭৭টি, এক দিনের ক্রিকেটে ২৯১টি এবং টেস্টে ১৮২টি ছক্কা মেরেছেন।