TRENDING:

প্রবল চাপের মুহূর্তে ম্যাচ উইনিং ইনিংস, সমালোচকদের ব্যাটে জবাব দিয়ে কামব্যাক কেএল রাহুলের

Last Updated:
ওয়াংখেড়েতে প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল ভারতীয় দল। ৫ উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ১৮৮ রানে অলআউট হয়ে যায় অজিরা। জবাবে কেএল রাহুলের ৭৫ রানের ইনিংসের সৌজন্যে জয় ভারতের।
advertisement
1/6
চাপের মুহূর্তে ম্যাচ উইনিং ইনিংস, সমালোচকদের ব্যাটে জবাব দিয়ে কামব্যাক রাহুলের
দীর্ঘ দিন ধরে রানের মধ্যে ছিলেন না কেএল রাহুল। হারাতে হয়েছে সহ অধিনায়কের পদও। লাগাতার অফ ফর্মের পরও তাকে কেন বয়ে নিয়ে বেড়াচ্ছে দল তা নিয়েও উঠছিল প্রশ্ন। টেস্ট দলের প্রথম একাদশ থেকে বাদও পড়েন রাহুল।
advertisement
2/6
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ রাহুলের শেষ সুযোগ হিসেবে দেখছিলেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাই। কিন্তু রাহুলের ট্যালেন্টের উপর কখনই পুরোপুরি ভরসা হারায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে কামব্যাক করলেন রাহুল
advertisement
3/6
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ম্যাত উইনিং ইনিংস খেললেন কেএল রাহুল। প্রবল চাপের মুহূর্তে যে ইনিংসটা ওয়াংখেড়েতে এদিন খেললেন কেএল রাহুল তা অনবদ্য বললেও কম বলা হবে। ৯১ বলে ৭৫ রানের ইনিংস রাহুলের জায়গা ভারতীয় দলে ফের পাকা করল বলাই যায়।
advertisement
4/6
ওয়াংখেড়েতে ১৮৯ রানের টার্গেট তাড়া করতে নেমে একসময় ভারতীয় দলের স্কোর ছিল ১৬ রানে ৩ উইকেট। ফিরে গিয়েছেন ইশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। এমন পরিস্থিতিতে ব্যাট করতে নামেন রাহুল। শুভমান গিলও বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারতীয় ব্যাটিং।
advertisement
5/6
সেখান থেকে দলের ইনিংসের রাশ ধরেন কেএল রাহুল। ঠান্ডা মাথায় ব্যাটিং করে যান। কোনও বাজে শটে না গিয়ে ক্রিকেটের ব্যাকারণ মেনে ব্যাট করতে থাকেন। তাকে কিছুটা সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া। ৪৪ রানের পার্টনারশিপ গড়েন দুজন। প্রয়োজন মত বাজে বলে বাউন্ডারি মারেন রাহুল।
advertisement
6/6
দলের ৮৩ রানে হার্দিক ফেরার পর রবীন্দ্র জাদেজা সঙ্গ দেন রাহুলকে। দুজন মিলে ঠান্ডা মাথায় দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যান। অর্ধশতরান পূরণ করেন রাহুল। শতরানের পার্টনারশিপ করে রাহুল-জাদেজা জুটি। শেষ পর্যন্ত ৬১ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় পায় ভারত। ৯১ বলে ৭৫ রানের কামব্যাক ইনিংস খেলেন রাহুল। ৯টি চার ও ১টি ছয়ে সাজানো তার ইনিংস।
বাংলা খবর/ছবি/খেলা/
প্রবল চাপের মুহূর্তে ম্যাচ উইনিং ইনিংস, সমালোচকদের ব্যাটে জবাব দিয়ে কামব্যাক কেএল রাহুলের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল