জল্পনা সত্যি করে বক্সিং ডে টেস্টের আগে জোড়া বদল, এমসিজি-তে অভিষেকের অপেক্ষায় ময়াঙ্ক আগরওয়াল
Last Updated:
advertisement
1/5

জল্পনা সত্যি করে বক্সিং ডে টেস্টের আগে জোড়া বদল। অফ ফর্মের জন্য বাদ রাহুল, বিজয়। টেস্ট অভিষেকের অপেক্ষায় মায়াঙ্ক আগরওয়াল। Photo Courtesy: BCCI/Twitter Handle
advertisement
2/5
লোয়ার অর্ডার থেকে একেবারে ওপেনিংয়ে হনুমা বিহারি। ফিরছেন রোহিত। তবে চোট সারেনি অশ্বিনের। বদলি জাদেজা। মেলবোর্নে ফিরছেন মিচেল মার্শ। বাদ অফ ফর্মের হ্যান্ডসকম্ব। ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে বার্তা কোহলির। Photo Courtesy: BCCI/Twitter Handle
advertisement
3/5
শেষ বক্সিং ডে টেস্ট। দুঃস্বপ্নের জন্য নেগেটিভ পয়েন্ট। সব ভুলে নতুন রূপে এমসিজি। বক্সিং ডে টেস্ট আবহেই নিয়ম ভাঙল টিম ম্যানেজমেন্ট। টেস্টের আগের দিনেই প্রথম একাদশ ঘোষণা। অফ ফর্মে বাইরে রাহুল-বিজয়। ভারতের ২৯৫ নম্বর টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেকের অপেক্ষায় ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি-ঝুড়ি রান করা মায়াঙ্ক আগরওয়াল। সঙ্গে ওপেনিংয়ে হনুমা বিহারি। Photo Courtesy: BCCI/Twitter Handle
advertisement
4/5
ফিট হননি অশ্বিন। বদলি জাডেজা। চোট সারিয়ে ফিরেছেন রোহিত। বাদ উমেশ। ব্যাটসম্যানদের থেকেও প্রথম ২ টেস্টে দাপট দেখিয়েছেন ভারতীয় পেসাররা। তাই কোথাও যেন বিরাটের গলায় ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নেওয়ার ডাক।
advertisement
5/5
প্রথম এগারো ঘোষণা অস্ট্রেলিয়ারও। অফ ফর্মে বাদ পিটার হ্যান্ডসকম্ব। আবার টেস্ট দলে ফিরলেন অল রাউন্ডার মিচেল মার্শ। স্যান্ডপেপার গেটের পারথে প্রথম জয়। সিরিজ সমতায়। কিন্তু তাও নিজেদের কোনওভাবেই এগিয়ে রাখছেন না টিম পেইন। এরমধ্যে একবার বিরাট-পেইন গরমাগরম হয়েছে। মেলবোর্নেও কি সেরকম কিছু হবে ? বিতর্ক উড়িয়ে দুই অধিনায়কের মুখেই ভাল খেলার বার্তা।