IND vs AUS: দলে নেই রোহিত-শ্রেয়স, থাকতে পারে আরও চমক, অজিদের বিরুদ্ধে প্রথম ওডিআইতে কেমন হতে পারে ভারতের একাদশ
- Published by:Sudip Paul
Last Updated:
IND vs AUS: শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার একদিনের সিরিজ। ৩ ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচ থেকে ছুটি নিয়েছেন রোহিত শর্মা। সেই জায়গায় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। চোটের কারণে দলের বাইরে শ্রেয়স আইয়রও। ফলে প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা।
advertisement
1/12

শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার একদিনের সিরিজ। ৩ ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচ থেকে ছুটি নিয়েছেন রোহিত শর্মা। সেই জায়গায় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। চোটের কারণে দলের বাইরে শ্রেয়স আইয়রও। ফলে প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা।
advertisement
2/12
শুভমান গিল: সাদা বলের ক্রিকেট হোক আর লাল বলের ক্রিকেট স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় দলের তরুণ ওপেনার শুভমান গিল। অজিদের বিরুদ্ধে বড় রান করার বিষয়ে আত্মবিশ্বাসী ডান হাতি ব্যাটার।
advertisement
3/12
ইশান কিশান: ফর্মে রয়েছেন বাঁ হাতি তরুণ ওপেনার ইশান কিশানও। রোহিত শর্মা না থাকায় প্রথম একাদশে তার জায়গা পাওয়া নিয়ে কোনও সন্দেহ নেই। আরও একবার নিজেরে সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন ইশান।
advertisement
4/12
বিরাট কোহলি: একদিনের বিশ্বকাপের আগে টি-২০ সিরিজে না খেললেও ওডিআই সিরিজ মিস করছেন বিরাট কোহলি। শেষ টেস্টে ১৮৬ রান করে দারুণ ছন্দেও রয়েছেন বিরাট। অজিদের বিরুদ্ধে ওডিআইতেও কোহলির ব্যাটে বিরাট রান দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
advertisement
5/12
সূর্যকুমার যাদব: সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের মিডল অর্ডারে ভারতীয় দলের বর্তমানে বড় ভরসার নাম সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও আরও একবার নিজের সেরাটা দিতে প্রস্তুত 'স্কাই'।
advertisement
6/12
কেএল রাহুল: লাগাতার অফ ফর্মের কারণে টেস্ট দলের প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন কেএল রাহুল। সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়া সিরিজ রাহুলের জন্য কঠিন পরীক্ষা হতে চলেছে। হয় তো শেষ সুযোগও।
advertisement
7/12
হার্দিক পান্ডিয়া: রোহিত শর্মার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। এছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যাটে-বলে সেরাটা দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তারকা অলরাউন্ডার।
advertisement
8/12
রবীন্দ্র জাদেজা: চোট সারিয়ে টেস্ট সিরিজে কামব্যাক করেই অনবদ্য পারফর্ম করেছেন তারকা স্পিনার-অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এবার একদিনের সিরিজেও সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন জাড্ডু।
advertisement
9/12
কুলদীপ যাদব: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে দ্বিতীয় স্পিনার হিসেবে কে খেলবেন তা নিয়ে লড়াইটি মূলক কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহলের মধ্যে। তবে সাম্প্রতিক ফর্ম বিচার করলে কুলদীপের খেলার সম্ভাবনাই বেশি।
advertisement
10/12
মহম্মদ শামি: ভারতীয় দলের পেস অ্যাটাককে নেতৃত্ব দেবেন মহম্মদ শামি। টেস্ট সিরিজেও দারুণ ফর্মে ছিলেন এই ডান হাতি পেসার। এবার সাদা বলেও আগুন ঝরাতে প্রস্তুত মহম্মদ শামি।
advertisement
11/12
মহম্মদ সিরাজ: সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে দারুণ পারফর্ম করেছেন মহম্মদ সিরাজ। নতুন বলে উইকেট নেওয়ার পাশাপাশি ডেথ ওভারেও ভালো বোলিং করেছেন সিরাজ। আরও একবার প্রস্তুত তিনি।
advertisement
12/12
উমরান মালিক: সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের পেস লাইনআপে আগুন ঝরাচ্ছেন কাশ্মীর এক্সপ্রেস উমরান মালিক। একদিনের বিশ্বকাপে দলে পাকাপাকি জায়গা করতে অজিদের বিরুদ্ধে আগুন ঝরাতে প্রস্তুত উমরান।