TRENDING:

T20 World Cup 2024: সুপার ৮ এ পৌঁছেই বদলে গেল যুদ্ধের ছক, প্লেয়িং ইলেভেনের কম্বিনেশনের ব্লু প্রিন্ট ফাঁস, কার গলায় কোপ

Last Updated:
T20 World Cup 2024: আফগানিস্তানকে নিয়ে নতুন ধরণের ভাবনা চিন্তা, অন্যভাবে টিম কম্পোজিশন সাজাবে দল
advertisement
1/8
সুপার ৮ এ পৌঁছেই বদলে গেল যুদ্ধের ছক, প্লেয়িং ইলেভেনের ব্লু প্রিন্ট ফাঁস
: T20 বিশ্বকাপ ২০২৪-র সুপার এইট পর্বের খেলা শুরু হচ্ছে৷  আজ প্রথম ম্যাচে মুখোমুখি আমেরিকা ও দক্ষিণ আফ্রিকা৷  ভারত সহ ৮টি দল দ্বিতীয় পর্ব অর্থাৎ সুপার-৮-এর জন্য যোগ্যতা অর্জন করেছে। পাকিস্তান সহ ১২টি দল ব্যাগ গুছিয়ে দেশে ফিরেছে। সুপার-৮-এ ভারতের প্রথম ম্যাচ ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে।
advertisement
2/8
এই ম্যাচের জন্য ভারতীয় দল তাদের প্লেয়িং ইলেভেনে পরিবর্তন করতে পারে। ভারতের প্রথম সুপার এইটের ম্যাচ বৃহস্পতিবার ৷ মেন ইন ব্লু-র প্রতিপক্ষ -আফগানিস্তান৷  এই ম্যাচটি  বার্বাডোসে খেলা হবে৷ এবারের বিশ্বকাপে প্রথমবার ভারত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলবে৷  বার্বাডোজের  পিচ স্পিনারদের সহায়ক৷
advertisement
3/8
ভারতীয় দল গ্রুপ পর্বে নিজেদের সেরা স্পিনার কুলদীপ যাদবকে মাঠে এখনও নামায়নি। আমেরিকার  মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের পর্বে ভারত ৩ বিশেষজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং ২ স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজাকে মাঠে নামিয়েছিল।  পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বোলিং আক্রমণকে আরও ব্যালান্স দিয়েছেন৷
advertisement
4/8
ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা বার্বাডোজের পিচ  যে রকম তাতে  প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত হতে পারেন কুলদীপ যাদব। তবে কুলদীপকে দলে ঢোকাতে গেলে টিম ইন্ডিয়ার উইনিং কম্বিনেশন বদল করতে হবে৷  এর ফলে প্রথম একাদশের কাউকে বাদ দিতে হবে।
advertisement
5/8
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এ পর্যন্ত চার বোলারের কম্বিনেশনে ২ পেসার ও ২ স্পিনার ব্যবহারের ওপর জোর দিয়েছেন। আর হার্দিক পান্ডিয়া অলরাউন্ডারের দায়িত্ব সামলেছেন৷
advertisement
6/8
এমন পরিস্থিতিতে তৃতীয় ফাস্ট বোলার অপশনের স্লটেই কি বদল আসবে৷ মানে তাঁকে বাইরে রাখা হলেই প্লেয়িং ইলেভেনে কুলদীপের জায়গা হওয়া সম্ভব৷
advertisement
7/8
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে নেট সেশনে কুলদীপ যাদবকে প্রচুর বোলিং করতে দেখা গেছে। নেটে অধিনায়ক রোহিত ও বিরাট কোহলিকে বোল্ড করেন তিনি।
advertisement
8/8
প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও একটানা কুলদীপের বোলিংয়ে নজর রাখেন৷ প্র্যাকটিস পিচের মতো মূল পিচ চালু হওয়ার সম্ভাবনা থাকলে কুলদীপকে মাঠে নামানো যেতে পারে।
বাংলা খবর/ছবি/খেলা/
T20 World Cup 2024: সুপার ৮ এ পৌঁছেই বদলে গেল যুদ্ধের ছক, প্লেয়িং ইলেভেনের কম্বিনেশনের ব্লু প্রিন্ট ফাঁস, কার গলায় কোপ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল