T20 World Cup 2024: সুপার ৮ এ পৌঁছেই বদলে গেল যুদ্ধের ছক, প্লেয়িং ইলেভেনের কম্বিনেশনের ব্লু প্রিন্ট ফাঁস, কার গলায় কোপ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
T20 World Cup 2024: আফগানিস্তানকে নিয়ে নতুন ধরণের ভাবনা চিন্তা, অন্যভাবে টিম কম্পোজিশন সাজাবে দল
advertisement
1/8

: T20 বিশ্বকাপ ২০২৪-র সুপার এইট পর্বের খেলা শুরু হচ্ছে৷ আজ প্রথম ম্যাচে মুখোমুখি আমেরিকা ও দক্ষিণ আফ্রিকা৷ ভারত সহ ৮টি দল দ্বিতীয় পর্ব অর্থাৎ সুপার-৮-এর জন্য যোগ্যতা অর্জন করেছে। পাকিস্তান সহ ১২টি দল ব্যাগ গুছিয়ে দেশে ফিরেছে। সুপার-৮-এ ভারতের প্রথম ম্যাচ ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে।
advertisement
2/8
এই ম্যাচের জন্য ভারতীয় দল তাদের প্লেয়িং ইলেভেনে পরিবর্তন করতে পারে। ভারতের প্রথম সুপার এইটের ম্যাচ বৃহস্পতিবার ৷ মেন ইন ব্লু-র প্রতিপক্ষ -আফগানিস্তান৷ এই ম্যাচটি বার্বাডোসে খেলা হবে৷ এবারের বিশ্বকাপে প্রথমবার ভারত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলবে৷ বার্বাডোজের পিচ স্পিনারদের সহায়ক৷
advertisement
3/8
ভারতীয় দল গ্রুপ পর্বে নিজেদের সেরা স্পিনার কুলদীপ যাদবকে মাঠে এখনও নামায়নি। আমেরিকার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের পর্বে ভারত ৩ বিশেষজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং ২ স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজাকে মাঠে নামিয়েছিল। পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বোলিং আক্রমণকে আরও ব্যালান্স দিয়েছেন৷
advertisement
4/8
ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা বার্বাডোজের পিচ যে রকম তাতে প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত হতে পারেন কুলদীপ যাদব। তবে কুলদীপকে দলে ঢোকাতে গেলে টিম ইন্ডিয়ার উইনিং কম্বিনেশন বদল করতে হবে৷ এর ফলে প্রথম একাদশের কাউকে বাদ দিতে হবে।
advertisement
5/8
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এ পর্যন্ত চার বোলারের কম্বিনেশনে ২ পেসার ও ২ স্পিনার ব্যবহারের ওপর জোর দিয়েছেন। আর হার্দিক পান্ডিয়া অলরাউন্ডারের দায়িত্ব সামলেছেন৷
advertisement
6/8
এমন পরিস্থিতিতে তৃতীয় ফাস্ট বোলার অপশনের স্লটেই কি বদল আসবে৷ মানে তাঁকে বাইরে রাখা হলেই প্লেয়িং ইলেভেনে কুলদীপের জায়গা হওয়া সম্ভব৷
advertisement
7/8
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে নেট সেশনে কুলদীপ যাদবকে প্রচুর বোলিং করতে দেখা গেছে। নেটে অধিনায়ক রোহিত ও বিরাট কোহলিকে বোল্ড করেন তিনি।
advertisement
8/8
প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও একটানা কুলদীপের বোলিংয়ে নজর রাখেন৷ প্র্যাকটিস পিচের মতো মূল পিচ চালু হওয়ার সম্ভাবনা থাকলে কুলদীপকে মাঠে নামানো যেতে পারে।