TRENDING:

Asia Cup 2023: জয়ের হাসি ভারতের! মুখ পুড়বে পাকিস্তানের! এশিয়া কাপ হাতছাড়া হতে পারে পিসিবির

Last Updated:
Asia Cup 2023: পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সবকিছু ঠিকঠাক থাকলে এশিয়ার কাপ আয়োজন নিয়ে শেষ পর্যন্ত লজ্জায় মুখ পুড়তে চলেছে পাকিস্তানের। কারণ এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে যাওয়া একপ্রকার নিশ্চিৎ।
advertisement
1/6
জয়ের হাসি ভারতের! মুখ পুড়বে পাকিস্তানের! এশিয়া কাপ হাতছাড়া হতে পারে পিসিবির
পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সবকিছু ঠিকঠাক থাকলে এশিয়ার কাপ আয়োজন নিয়ে শেষ পর্যন্ত লজ্জায় মুখ পুড়তে চলেছে পাকিস্তানের। কারণ এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে যাওয়া একপ্রকার নিশ্চিৎ।
advertisement
2/6
এমনিতেই এশিয়া কাপের ভেন্যু নিয়ে ভারত ও পাকিস্কানের মধ্যে ঠান্ডা লড়াই জারি ছিল। ভারত যে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না তা সাফ জানিয়ে দিয়েছে বিসিসিআই। পাকিস্তানও অনড় ছিল নিজের অবস্থানে। এশিয়া কাপ হাতছাড়া করতে নারাজ পিসিবি।
advertisement
3/6
এশিয়া কাপ হাইব্রিড মডেল নিয়ে আলোচনা চলছে। যেখানে ভারত নিজেদের ম্যাচগুলি খেলবে দুবাইতে ও বাকি ম্যাচ হবে লাহোরে। তা নিয়ে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মত জায়গা আসেনি। আলোচনার পর্যায়তেই থেকে যায়।
advertisement
4/6
পাকিস্তান থেকে এশিয়া কাপ পুরো সরানো হলে পাক দল অংশ নেবে না প্রতিযোগিতায় সেই হুঁশিয়ারীও দিয়ে রেখেছেন নাজম শেঠী। এছাড়াএ সম্প্রতি পিসিবির তরফ থেকে বলে হয়েছিল, বিসিসিআই যদি ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসার লিখিত গ্যারান্টি দেয় তাহলেই পাকিস্তান ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে।
advertisement
5/6
কিন্তু এরইমধ্যে এশিয়া কাপের বিষয়টি অন্য মোড় নেয়। পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যাওয়া নিয়ে ভারতের পাশে দাঁড়ায় সহযোগী দেশগুলি। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড চলতি বিতর্কে ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়ায়। ভারতের মতো এই দুই দেশও চাইছে না এশিয়া কাপ হোক পাকিস্তানে।
advertisement
6/6
ফলে এশিয়ার একাধিক বড় দেশ ভারতের পাশে দাঁড়ানোয় পাকিস্তানের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব হাতছাড়া হওয়া শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেপ্টেম্বর মাসে অত্যাধিক গরমের কারণে দুবাই বা ওমানে প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে শ্রীলঙ্কার মাটিতেই এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা বেশি।
বাংলা খবর/ছবি/খেলা/
Asia Cup 2023: জয়ের হাসি ভারতের! মুখ পুড়বে পাকিস্তানের! এশিয়া কাপ হাতছাড়া হতে পারে পিসিবির
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল