TRENDING:

India Pakistan Tension: কাশ্মীরে জঙ্গি হামলার জের! ভারত নিয়ে বড় সিদ্ধান্ত পাকিস্তান তারকার! এবার কী তাহলে...

Last Updated:
India-Pakistan Tension:ভূ-স্বর্গকে ফের রক্তাক্ত করার পর থেকেই বদলা চাইছে গোটা দেশ। প্রত্যুতরের অপেক্ষা। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত সরকার।
advertisement
1/6
কাশ্মীরে জঙ্গি হামলার জের! ভারত নিয়ে বড় সিদ্ধান্ত পাকিস্তান তারকার! এবার কী তাহলে...
কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় রয়েছে বাংলার ৩ জন। হামলার দায় নিয়েছে পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজ়িস্ট্যান্স ফোর্স’ (টিআরএফ)। বিভিন্ন রিপোর্টে দাবি, গোয়েন্দাদের সূত্রে খবর, ছয়-সাত জন জঙ্গি মিলে ওই হত্যাকাণ্ড চালিয়েছে।
advertisement
2/6
ভূ-স্বর্গকে ফের রক্তাক্ত করার পর থেকেই বদলা চাইছে গোটা দেশ। প্রত্যুতরের অপেক্ষা। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত সরকার। ভারতে পাক হাই কমিশন বন্ধ, পাক নাগরিকদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত, ঐতিহাসিক সিন্ধু জল সমঝোতা বাতিল সহ আরও একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।
advertisement
3/6
এবার কি কাশ্মীরের জঙ্গী হামলার রেশ পড়ল ক্রীড়া ক্ষেত্রেও। আগামী ২৪ মে ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া নিজের নামে ‘এনসি ক্লাসিক’ একটি প্রতিযোগিতা শুরু করছে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী পাকিস্তানের আর্শাদ নাদিমকে।
advertisement
4/6
কিন্তু কাশ্মীরে জঙ্গী হামলার পরই বুধবার ভারত সরকারের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার আগেই নাদিম নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। নীরজ চোপড়ার আমন্ত্রিত প্রতিযোগিতায় আসতে পারবেন না বলে জানিয়ে দেন পাকিস্তানের অলিম্পিক গোল্ড জয়ী জ্যাভেলিন থ্রোয়ার।
advertisement
5/6
যদিও না আসার পিছনে অন্য অকটি কারণ জানিয়েছেন আর্শাদ নাদিম। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য তিনি আসতে পারবেন না বলে জানিয়েছেন। যদিও ভারত সরকার বুধবার রাতে যে সিদ্ধান্ত নিয়েছে তারপর নাদিম আসতে পারতেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে।
advertisement
6/6
খেলার মাঠে নীরজ চোপড়ার ও আর্শাদ নাদিমের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও, মাঠের বাইকরে তাদে সম্পর্ক ভাল। অলিম্পিকের সময়ও তা দেখা গিয়েছে। কিন্তু এবার কী তাহলে আর্শাদ নাদিমের এহেন সিদ্ধান্তের পর ফাটলধরবে বন্ধুত্বে? উত্তর ভবিষ্যতের গর্ভে।
বাংলা খবর/ছবি/খেলা/
India Pakistan Tension: কাশ্মীরে জঙ্গি হামলার জের! ভারত নিয়ে বড় সিদ্ধান্ত পাকিস্তান তারকার! এবার কী তাহলে...
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল