India Bangladesh relations: বাংলাদেশ ক্রিকেটকে এবার ভাতে মারতে চাইছে ভারতীয় সংস্থা! বড় অঙ্কের চুক্তি বাতিলের সম্ভাবনা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India Bangladesh relations: মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাতিল করা কাণ্ডে নয়া মোড়। বাংলাদেশের ক্রিকেটকে এবার আর্থিক ধাক্কা দিতে চাছে ভারতীয় সংস্থা এসজি।
advertisement
1/5

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাতিল করা কাণ্ডে নয়া মোড়। বাংলাদেশের ক্রিকেটকে এবার আর্থিক ধাক্কা দিতে চাছে ভারতীয় সংস্থা এসজি।
advertisement
2/5
খুব শিগগিরই কিট স্পন্সরশিপ হিসাবে বাংলাদেশের খেলোয়াড়দের হাত ছাড়তে পারে ভারতীয় সংস্থা এসজি। ভারত এবং বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপড়েনের পরিস্থিতিতে ওই সংস্থা সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছ।
advertisement
3/5
৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি২০ বিশ্বকাপ, তবে সেই বিশ্বকাপে আদৌ বাংলাদেশ খেলবে কি না তা নিশ্চিত নয়। বাংলাদেশের তারকা ক্রিকেটারদের মধ্যে লিটন দাস ইয়াসির রবি, মমিনুল হকের স্পন্সর এসজি। যদিও ক্রিকেটারদের SG-র চুক্তি নবীকরণ না করার সিদ্ধান্ত সম্পর্কে এখনও জানানো হয়নি, তাদের এজেন্টরা এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।
advertisement
4/5
“দেখতে তো মনে হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে এমনই হতে চলেছে,” সংবাদমাধ্যম www.telecomasia.net-কে এক বাংলাদেশি ক্রিকেটার এমনচাই বলেছেন। তবে ভারতীয় সংস্থা এই সিদ্ধান্ত নিলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বাংলাদেশ ক্রিকেটে।
advertisement
5/5
এমনিই বাংলাদেশে সরকারের সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবারই বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল।