Subhman Gill Century: শোনা যায় সচিনের মেয়ের সঙ্গে তাঁর মন দেয়া-নেওয়া! সেই সচিনের ২৪ বছরের রেকর্ড ভাঙলেন শুভমান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সচিন যখন এই কীর্তি করেছিলেন তখনও জন্মাননি শুভমান গিল, আর আজ ভেঙে ফেললেন রেকর্ড৷
advertisement
1/6

এক বছরের অপেক্ষার শেষে কাঙ্খিত শতরান করে ফেললেন শুভমান গিল৷ ৯৭ বলে ১৩০ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি৷ সোমবার নিজের প্রথম আন্তর্জাতিক শতরান পেলেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী৷
advertisement
2/6
সোমবারের তাঁর ইনিংস সাজানো ১৫ টি চার ও ১ টি ছয় দিয়ে৷ হারারেতে তৃতীয় একদিনের ম্যাচে নিজের লাইফের প্রথম মাইলস্টোন পেরোলেন৷ অর্থাৎ৬৬ রান এসেছে চার ও ছয় থেকে৷
advertisement
3/6
গিল আন্তর্জাতিক কেরিয়ারে একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷ এদিনের ম্যাচের আগে শুভমান গিল ৮ ম্যাচে ৩৬৯ রান করেছিলেন৷ তাঁর গড় ছিল ৬১.৫০৷ তিনটি অর্ধশতরান ছিল৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তাঁর করা ৯৮ রানের ইনিংস ছিল সবচেয়ে বড় রানের ইনিংস৷
advertisement
4/6
জিম্বাবোয়েতে ওয়ানডেতে সবচেয়ে বড় ইনিংস খেলা ভারতীয় ব্যাটসম্যান হলেন শুভমান গিল। তিনি ভাঙলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকারের রেকর্ড। সচিন ২৬ সেপ্টেম্বর ১৯৯৮তে বুলাওয়েতে অপরাজিত ১২৭ রান করেছিলেন। ১৩০ বল খেলেছিলেন তিনি, মেরেছিলেন ১৩টি চার ও একটি ছক্কা।
advertisement
5/6
সচিন যখন এই কাণ্ড ঘটিয়েছিলেন তখন শুভমান গিলের জন্মও হয়নি৷ ১৯৯৯ সালের ৮ সেপ্টেম্বর জন্মান শুভমান গিল৷ ৯ টি ওয়ানডে -তে খেলে তিনি ৩ টি অর্ধশতরান ও ১ টি শতরানের মালিক হয়েছেন৷ (AP)
advertisement
6/6
জিম্বাবোয়েতে ভারতীয় ব্যাটসম্যান হিসাবে, মাত্র ৪ জন ক্রিকেটার ওয়ানডেতে ১২০-র বেশি রান করতে পেরেছিলেন। অম্বাতি রায়ডু ২০১৫ তে অপরাজিত ১২৪ রান করেছিলেন, সচিন ২০০১এ অপরাজিত ১২২ এবং যুবরাজ সিং ২০০৫ এ ১২০ রান করেছিলেন। রোহিত ও রাহুল জিম্বাবোয়েতেই ওয়ানডে অভিষেক সেঞ্চুরি করেছিলেন। (AFP)