IND vs WI 3rd T-20: ইডেনে চুনকাম ওয়েস্ট ইন্ডিজ, টি-২০ সিরিজও জিতে নিল টিম ইন্ডিয়া
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ind vs WI 3rd T-20 Updates: একদিনের পর টি-২০ সিরিজও জিতে নিল ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজ ফিরবে খালি হাতে।
advertisement
1/5

এমন ফল কিছুটা প্রত্যাশিতই ছিল যেন। কে বলবে এই ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপজয়ী! ভারতের মাটিতে যেন অসহায় আত্মসমর্পণ করল তারা। দেশের মাটিতে ভারতীয় দল কতটা শক্তিশালী তা আরও একবার প্রমাণিত। রোহিত-দ্রাবিড় যুগে নতুন তারকারা উঠে আসবেন। এমনটা আন্দাজ করা যাচ্ছে। এদিন যেমন ইডেনে অভিষেক হল আবেশ খানের।
advertisement
2/5
প্রথমে ব্যাট করে ভারতীয় দল তুলল ১৮৫ রান। সূর্যকুমার যাদব ৩১ বলে ৬৫। ভেঙ্কটেশ আইয়ার ১৯ বলে ৩৫। এই দুই তরুণ ক্রিকেটারের দাপটে ইডেনে তৃতীয় টি-২০ ম্যাচও জিতে নিল ভারতীয় দল।
advertisement
3/5
তবে এদিন যে ওয়েস্ট ইন্ডিজ লড়াই করেনি তা কিন্তু নয়। উইন্ডিজ ম্যাচ হারল ১৭ রানে। নিকোলাস পুরান ৪৭ বলে ৬১ করলেন। গোটা সিরিজে তিনি অসাধারণ পারফর্ম করলেন।
advertisement
4/5
সূর্যকুমার যাদব এদিন ইডেনে ছক্কার বন্যা বইয়ে দিলেন। সাতটি ছক্কা হাঁকালেন তিনি। একটি বাউন্ডারি। তিনি সঠিক সময়ে রণমূর্তি ধারণ না করলে ম্যাচের ফল ঘুরে যেতে পারত। কারণ স্কোরবোর্ডে ভারতের আরও ২০ রান কম হলেই এই ম্যাচ জিতে নিতে পারত ওয়েস্ট ইন্ডিজ।
advertisement
5/5
হর্ষল প্যাটেল ৪ ওভারে ২২ রান দিয়ে তিন উইকেট তুলে নিলেন। আইপিএলের পর জাতীয় দলের জার্সি গায়েও দারুন পারফর্ম করলেন হর্ষল।