Ind vs WI: ভারত বনাম ওয়েস্টইন্ডিজ সিরিজে-র ওপর নির্ভর করছে ‘এই’ তিন ক্রিকেটারের ভাগ্য, নিতে পারেন অবসর!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) সিরিজ শুরু হল বলে৷ টি টোয়েন্টি সিরিজ এবং একদিনের সিরিজ খেলবে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (India vs West Indies ) ৷ ফেব্রুয়ারির ৬ তারিখ থেকে শুরু হবে এই সিরিজ৷
advertisement
1/4

#মুম্বই: ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) সিরিজ শুরু হল বলে৷ টি টোয়েন্টি সিরিজ এবং একদিনের সিরিজ খেলবে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (India vs West Indies ) ৷ ফেব্রুয়ারির ৬ তারিখ থেকে শুরু হবে এই সিরিজ৷ টি টোয়েন্টি সিরিজে তিনটি ম্যাচ হবে৷ আর একদিনের তিনটি ম্যাচ হবে৷ একদিনের ম্যাচগুলি হবে আহমেদাবাদে আর টি টোয়েন্টিগুলি হবে কলকাতায়৷ ভারতের অধিনায়ক হবেন রোহিত শর্মা (Rohit Sharma) অন্যদিকে ওয়েস্টইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড (Kieron Pollard)৷ তবে এই দুই দেশের একদিনের সিরিজের পর একদিনের ক্রিকেট থেকে অবসরের পথে হাঁটতে পারেন৷
advertisement
2/4
ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) এই তালিকায় থাকতে পারেন৷ একসময়ের ভারতের স্ট্রাইক পেসার বেশ কিছুদিন ধরেই নিজের ফর্মের ধারেকাছে নেই৷ আইপিএল ২০২১-এও ফর্ম হাতড়েছেন তিনি৷ ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর পারফরম্যান্স একেবারই নিষ্প্রভ৷ তাঁর উইকেট নেওয়ার ক্ষমতা প্রায় এক বছর ধরে কার্যত নেই ৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজেও প্রথম দুটি ম্যাচে উইকেট নিতে পারেননি ভুবি যার ফলে তৃতীয় ম্যাচে দলে থাকতে পারেননি তিনি৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ সিরিজেও যদি এই ধরণের ফর্ম চলতেই থাকে তাহলে তিনি রিটায়েরমেন্টের কথা ভাবতেই পারেন৷
advertisement
3/4
শিখর ধাওয়ান শিখর ধাওয়ানও (Shikhar Dhawan) থাকতে পারেন অবসরের রাস্তায় হাঁটতে পারেন৷ সীমিত ওভারের খেলায় ধাওয়ান ধামাক ইনিংস খেলতেই অভ্যস্ত৷ তাঁর নামও তাই গব্বর সিং৷ তিনি দুটি কারণে ক্রিকেটকে টাটা বাই বাই করতে পারেন৷ ধাওয়ান ৩৬ , ফলে টেনেটুনে খেললেও আর বেশিদিন বাকি নেই তাঁর ক্রিকেট কেরিয়ারে৷ পাশাপাশি কেএল রাহুল, রোহিত শর্মা, ইশান কিষন সকলে ওপেনার হিসেবে তাঁকে সরিয়ে দিতে পারেন৷
advertisement
4/4
কুলদীপ যাদব কুলদীপ যাদব (Kuldeep Yadav) অবসরের পথে হাঁটতে পারেন৷ বাঁহাতি স্পিনার ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (IND vs WI) সিরিজে দলে জায়গা পেয়েছেন৷ যদিও দলে স্পিনার হিসেবে যুজবেন্দ্র চাহাল এবং রবি বিষ্ণোই-ও রয়েছেন৷ কুলদীপ যাদব এক সময় ভারতের সেরা স্পিনার ছিলেন৷ গত ২ বছরে দলে নিজের জায়গা হারিয়েছেন তিনি৷ এদিকে স্পিনারদের তালিকায় অসংখ্য অসংখ্য প্লেয়ার রয়েছেন৷ রয়েছেন রাহুল চাহার, যুজবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী, অকসর প্যাটেল৷ ফলে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ সিরিজের কুলদীপ যাদবের ওপর পারফর্ম করার চাপ থাকবে৷