IND vs WI 1st T-20: ইডেনে পোলার্ডরা স্পিনের ফাঁদে, টিম ইন্ডিয়ার ম্যাচ জিততে চাই ১৫৮ রান
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
IND vs WI 1st T-20 At Eden: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ জিততে ভারতের চাই ১৫৮ রান।
advertisement
1/5

ইডেনে ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোইকে খেলতে হিমশিম খেলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। এদিন ভারতীয় দলের জার্সিতে অভিষেক হল রবির। প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ২ উইকেট পেলেন তিনি। ৪ ওভারে দিলেন মাত্র ১৭ রান।
advertisement
2/5
চার ওভারে ৩৪ রান দিয়ে এক উইকেট পেলেন চাহাল। শুরুর দিকে তাঁকে খেলতে বেশ অসুবিধা হচ্ছিল নিকোলাস পুরানদের। তবে এদিন নিকোলাস পুরান দেখালেন, কী করে চাপের মুখে খেলতে হয়!
advertisement
3/5
নিকোলাস পুরান এদিন ৪১ বলে ৬৩ রানের ইনিংস খেললেন। তিনি দায়িত্ব না নিলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস আরও আগে শেষ হয়ে যেত।
advertisement
4/5
এই সময় কলকাতায় যা আবহাওয়া তাতে রাতের দিকে ইডেনে বল গ্রিপ করতে সমস্যা হতে পারে। শিশিরের জন্য সন্ধ্যে থেকেই সমস্যায় পড়েছিলেন ভারতীয় ফিল্ডাররা। এমন পরিস্থিতিতে ১৪৫ রান বড় কোনও টার্গেট নয়।
advertisement
5/5
কে না জানে ইডেনের সঙ্গে রোহিত শর্মার ভালবাসার সম্পর্কের কথা। পয়া ইডেন রোহিতকে কখনও খালি হাতে ফেরায়নি। এখন দেখার, সিরিজের প্রথম টি-২০ ম্যাচে পয়া ইডেনে উইন্ডিজকে হারাতে পারে কি না ভারতীয় দল!