Ind vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচেই খড়্গহস্ত গম্ভীর, কেটেকুটে দিচ্ছেন এর তার নাম, কারা বাদ পড়ছেন প্লেয়িং ইলেভেন থেকে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs SL: ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে দলে বড়সড় চমক , আগেই ফাঁস হয়ে প্লেয়িং ইলেভেনের গেল ব্লু প্রিন্ট
advertisement
1/8

গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল আজ প্রথমবার মাঠে নামবে৷ তার আগেই এল বড় খবর৷ ভারত-শ্রীলঙ্কার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে৷ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচের প্লেয়িং ইলেভেন নিয়ে প্রচুর কথা শুরু হয়েছে। কারা থাকবেন, কারা বাদ পড়বেন তা নিয়ে জোর জলঘোলা৷
advertisement
2/8
সূত্রের যা খবর তাতে ঋষভ পন্থ উইকেটরক্ষক হিসেবে জায়গা করে নিতে এবং সঞ্জু স্যামসনকে বাইরে রাখা হতে পারে।
advertisement
3/8
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলে অনেক পরিবর্তন এসেছে। রোহিত শর্মার অবসরের পর অধিনায়কত্বের ব্যাটন গেছে সূর্যকুমার যাদবের হাতে।
advertisement
4/8
টিম ইন্ডিয়ার সঙ্গে রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষ হওয়ার পর এখন কোচিংয়ের দায়িত্বে গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টি খেলা হবে যাঁর জন্য কোচ এবং অধিনায়ককে প্লেয়িং ইলেভেন বেছে কোচ ও অধিনায়কের মধ্যে মতান্তর হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউই৷
advertisement
5/8
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের ওপেনিংয়ে দেখা যেতে পারে শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের জুটিকে। তিন নম্বরে মাঠে নামতে পারেন উইকেটরক্ষক ঋষভ পন্থ। এরপর চার নম্বরে ব্যাট করতে নামবেন অধিনায়ক সূর্যকুমার যাদব। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে যেমন ছিল ব্যাটিং অর্ডার সেটাই ফলো করা হতে পারে৷
advertisement
6/8
৩০ বছর বয়সী হার্দিক পান্ডিয়ার কাছ থেকে দলের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হলেও তাঁকে প্রথম একাদশে জায়গা দেওয়া হতে পারে। অলরাউন্ডার হিসেবে দলে শিভম দুবে এবং অক্ষর প্যাটেলের বিকল্পও রয়েছে। এমতাবস্থায় রিংকু সিং, রিয়ান পরাগ ও সঞ্জু স্যামসনের মধ্যে যে কোনও একজন ব্যাটসম্যান জায়গা পেতে পারবেন।
advertisement
7/8
রিঙ্কু সিং ফিনিশার হিসেবে নিজের নাম তৈরি করেছেন এবং এই দায়িত্বটি তিনি পালন করতে পারেন , তাই তাঁর জায়গাটি নিশ্চিত বলে মনে করা হচ্ছে৷
advertisement
8/8
বোলিং ইউনিটে জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে দায়িত্ব নিতে হবে অর্শদীপ সিংকে। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও মহম্মদ সিরাজের ছেড়ে তাঁকে প্লেয়িং ইলেভেন রাখা হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ফাস্ট বোলারের ভূমিকায় থাকবেন সিরাজ, হার্দিক ও শিভম দুবে। স্পিনার হিসেবে অক্ষর প্যাটেলকে সঙ্গত দেবেন রবি বিষ্ণোই৷