IND vs SL: পিঙ্ক বল টেস্টে কার পাল্লা ভারী, পরিসংখ্যানে কে এগিয়ে রয়েছেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এই টেস্ট ম্যাচে ভারত জিতলে তারা আইসিসি পয়েন্ট তালিকায় পাঁচ নম্বর থেকে চার নম্বরে উঠে আসবে৷
advertisement
1/6

টিম ইন্ডিয়া (Team India) দিন -রাতের টেস্ট খেলার জন্য তৈরি হচ্ছে৷ ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) পিঙ্ক বল টেস্ট ১২ মার্চ বেঙ্গালুরুতে খেলা হবে৷ ২ ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া এখন ১-০ তে এগিয়ে রয়েছে৷ ভারতীয় দলের নজর এখন সিরিজ জয়ের দিকে রয়েছে৷ (AFP)
advertisement
2/6
টেস্টের রেকর্ড দেখা হল ১০ দল অন্তত একটি করে ডে ও নাইট টেস্ট খেলেছে৷ অস্ট্রোলিয়া এখনও অবধি ১০ টি ডে ও নাইট টেস্ট খেলেছে৷ সবকটিই তারা জিতেছে৷ সেখানে বাংলাদেশ, ওয়েস্টইন্ডিজ এবং জিম্বাবোয়ে দল এখনও একটাও পিঙ্ক বল টেস্ট জেতেনি৷ (AFP)
advertisement
3/6
ভারত বনাম শ্রীলঙ্কা - ডে এবং নাইট টেস্ট রেকর্ড দেখা হলে দুটি দল এখনও অবধি ৩-৩ মোকাবিলা খেলেছে৷ দুটি দলই এক একটি করে ম্যাচ হেরেছ৷ এই অবস্থায় দু দলের রেকর্ড একাবারে সমান সমান৷ ( Indian cricket team-slc instagram)
advertisement
4/6
ভারত এখন অবধি দেশের মাঠে ২ টি ডে অ্যান্ড নাইট টেস্ট ম্যাচ খেলেছে৷ আর দুটিতেই তারা জিতেছে৷ দল ২০১৯ - এ কলকাতায় খেলা মোকাবিলায় বাংলাদেশকে এক ইনিংস ও ৪৬ রানে হারায়৷ ২০২১ ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারায়৷ এছাড়া ডিসেম্বরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে হারে৷ (BCCI/Twitter)
advertisement
5/6
অন্যদিকে শ্রীলঙ্কা দল এখনও অবধি তিনটি দিন রাতের টেস্ট খেলেছে৷ তিনটিই তারা দেশের বাইরে খেলেছে৷ ২০১৭ সালে দুবাইতে পাকিস্তানকে ৬৮ রানে হারিয়েছে৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ২০১৮ সাে ৪ উইকেটে হারায়৷ কিন্তু জানুয়ারিতে ২০১৯ অস্ট্রেলিয়ার ব্রিসেবেনে এক ইনিংস ও ৪০ রানে হারে৷ (bhanuka rajapaksa Instagram)
advertisement
6/6
এই টেস্ট ম্যাচে ভারত জিতলে তারা আইসিসি পয়েন্ট তালিকায় পাঁচ নম্বর থেকে চার নম্বরে উঠে আসবে৷ (AP)