Smriti Mandhana: বিশ্বকাপ ফাইনালে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মন্ধনা, ভাঙলেন কিংবদন্তীর নজির
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Smriti Mandhana Create World Record: মহিলা বিশ্বকাপের ফাইনালে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন স্মৃতি মন্ধনা। একইসঙ্গে গড়লেন নয়া বিশ্বরেকর্ড।
advertisement
1/5

২০২৫ সালের মহিলা বিশ্বকাপে ভারতের ওপেনার স্মৃতি মন্ধনা ইতিহাস গড়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করে তিনি এক বিশ্বকাপে সর্বাধিক রান করা ভারতীয় ব্যাটার হয়েছেন। ২০১৭ সালে মিতালি রাজের ৪০৯ রানের রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছেন স্মৃতি।
advertisement
2/5
মন্ধনার এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতীয় মহিলা ক্রিকেটের বিকাশের প্রতীক। ২০১৭ সালে তিনি ছিলেন তরুণ প্রতিভা, আর ২০২৫ সালে নেতৃত্বের প্রতীক হিসেবে দলে ধারাবাহিক পারফরম্যান্সে ভরসা জুগিয়েছেন। ২০২২ বিশ্বকাপেও তিনি করেছিলেন ৩২৭ রান, যা তার ধারাবাহিকতার প্রমাণ।
advertisement
3/5
ভারতের মহিলা ব্যাটারদের মধ্যে পূনম রাউত ও হরমনপ্রীত কউর ২০১৭ সালে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছিলেন। রাউত করেছিলেন ৩৮১ রান, আর হরমনপ্রীত কউর করেছিলেন ৩৫৯ রান। সেই ধারাবাহিকতাতেই ভারতীয় ব্যাটাররা এখন বিশ্বের সেরাদের কাতারে।
advertisement
4/5
বিশ্বকাপ ইতিহাসে নিউজিল্যান্ডের ডেবি হকলি এখনও সর্বাধিক রানের অধিকারী — তার মোট রান ১,৫০১। ভারতের মিতালি রাজ রয়েছেন দ্বিতীয় স্থানে ১,৩২১ রানে। তাদের ধারাবাহিকতা মহিলা ক্রিকেটে এক অনন্য উদাহরণ তৈরি করেছে।
advertisement
5/5
স্মৃতিও দৌড়চ্ছেন দুরন্ত গতিতে এগোচ্ছেন। ফাইনালে মিতালি রাজের রেকর্ড ভাঙার পর ব্যক্তিগত ৪৫ রানে আউট হন স্মৃতি। এবারের বিশ্বকাপে তাঁর মোট রান দাঁড়াল ৪১৬।