TRENDING:

Sourav Ganguly: আরেকটি টেস্ট হারলেই কি সরিয়ে দিতে হবে গম্ভীরকে? বড় প্রতিক্রিয়া সৌরভের

Last Updated:
Sourav Ganguly On Gautam Gambhir: ভারতের ঘরের মাঠে আরও একটি টেস্ট পরাজয়ের পর সমালোচনার তির এবার সরাসরি গৌতম গম্ভীরের দিকে। এবার গম্ভীরকে নিয়ে মুখ খুললেন সৌরভ।
advertisement
1/6
আরেকটি টেস্ট হারলেই কি সরিয়ে দিতে হবে গম্ভীরকে? বড় প্রতিক্রিয়া সৌরভের
ভারতের ঘরের মাঠে আরও একটি টেস্ট পরাজয়ের পর সমালোচনার তির এবার সরাসরি গৌতম গম্ভীরের দিকে। গত এক দশকে ঘরে ৫৩টি টেস্ট খেলেছে ভারত, যেখানে তারা হেরেছে মোট আটটি ম্যাচ। তার মধ্যে চারটিই এসেছে গম্ভীর দায়িত্ব নেওয়ার পর। ১৮ টেস্টের মেয়াদে গম্ভীরের অধীনে ভারতের জয় মাত্র ৭টি, হার ৯টি এবং ড্র ২টি। এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ভারতের টেস্ট পরিকল্পনা ও দলগত স্থিতিশীলতা নিয়ে।
advertisement
2/6
টেস্টে ছন্দপতন স্পষ্ট হলেও সীমিত ওভারের ক্রিকেটে চিত্রটি সম্পূর্ণ অন্যরকম। টি২০ ফরম্যাটে ভারতকে বর্তমানে বিশ্বের সেরা দলগুলির একটি ধরা হয়। গম্ভীরের নেতৃত্বে সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে, যা শুরু হয়েছিল রাহুল দ্রাবিড়ের অধীনে ভারতের ঐতিহাসিক ২০২৪ টি২০ বিশ্বকাপ জয়ের মাধ্যমে। কিন্তু টেস্টে ব্যর্থতার চাপ যেন সেই সাফল্যের আড়ালে আর লুকিয়ে রাখা যাচ্ছে না।
advertisement
3/6
এই পরিস্থিতিতেও গম্ভীরের পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোচ বদলের কোনো প্রশ্নই নেই এখন। সৌরভের মতে, “ফ্ল্যাট উইকেটে টেস্ট জেতা কঠিন। তাই জিততে হলে একজোট হয়ে কঠিন পরিশ্রম করতে হবে।” তার বিশ্বাস, দলটির সামর্থ্য আছে, শুধু পরিকল্পনায় স্থিতি ও ধৈর্য ফিরিয়ে আনা প্রয়োজন।
advertisement
4/6
ঘরের পিচে সাম্প্রতিক সময়ে হঠাৎ মোড় ঘোরানো পরিস্থিতিই ভারতের সমস্যা বাড়াচ্ছে বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করিয়ে দিয়েছেন ইংল্যান্ড সফরে একই দল দারুণ পারফরম্যান্স করেছিল। “ভারতে চতুর্থ-পঞ্চম দিনে মুহূর্তেই খেলা বদলে যায়। সেখানে ধৈর্য জরুরি,” মন্তব্য করেন তিনি। তার মতে, ভারতের বোলিং আক্রমণের ক্ষমতা নিয়ে সন্দেহ নেই—ওভাল ও এজবাস্টনের সফলতাই তার প্রমাণ।
advertisement
5/6
তবে ব্যাটিং অর্ডার নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দ্বিধা করেননি সৌরভ। তিনি ওয়াশিংটন সুন্দরকে তিন নম্বরে পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, “সুন্দর খুবই ভালো ক্রিকেটার, কিন্তু দীর্ঘমেয়াদে টেস্টে তিন নম্বর তার জায়গা নয়।” ভারতের ব্যাটিং অর্ডারের স্থায়িত্ব ফিরিয়ে আনাই এখন জরুরি বলে মত তার।
advertisement
6/6
ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সৌরভের মতে, টার্নিং পিচে চারজন স্পিনার নয়, বরং সেরা পাঁচ ব্যাটার নিয়ে ব্যাটিং শক্তিশালী করাই হবে বাস্তবসম্মত সিদ্ধান্ত। তার ভাষায়, “যখন স্পিনাররা ২৫–৩০ ওভার বোল করতে পারে, তখন চারজনের প্রয়োজন নেই। ব্যাটিংকেই মজবুত করতে হবে।” ভারতের টেস্টে ভাল পারফরম্যান্সের চাবিকাঠি যে ব্যাটিং ব্যালান্স, সেটিই আবার মনে করিয়ে দিয়েছেন দাদা।
বাংলা খবর/ছবি/খেলা/
Sourav Ganguly: আরেকটি টেস্ট হারলেই কি সরিয়ে দিতে হবে গম্ভীরকে? বড় প্রতিক্রিয়া সৌরভের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল