TRENDING:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জেতা ম্যাচেই হার ভারত, পরাজয়ের জন্য দায়ী এই তিন কারণ; কাঠগড়ায় খোদ অধিনায়কই

Last Updated:
India vs South Africa 2nd T20I: রবিবারই ছিল সেই হাড্ডাহাড্ডির ম্যাচ। কিন্তু অধিনায়ক সূর্যকুমার যাদবের ভুলের কারণে জয়ের কাছাকাছি এসেও হারতে হয়েছে ভারতকে। অর্থাৎ যদি সেই ভুলটা তিনি না করতেন, তাহলে হয়তো আজকে খেলার ফলাফল অন্যরকম হতে পারত।
advertisement
1/5
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জেতা ম্যাচেই হার ভারত, পরাজয়ের জন্য দায়ী এই তিন কারণ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে দুর্ধর্ষ জয় এসেছিল ভারতের ঝুলিতে। অথচ তারপরের ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। রবিবারই ছিল সেই হাড্ডাহাড্ডির ম্যাচ। কিন্তু অধিনায়ক সূর্যকুমার যাদবের ভুলের কারণে জয়ের কাছাকাছি এসেও হারতে হয়েছে ভারতকে। অর্থাৎ যদি সেই ভুলটা তিনি না করতেন, তাহলে হয়তো আজকে খেলার ফলাফল অন্যরকম হতে পারত।
advertisement
2/5
দুর্বল ব্যাটিংয়ের কারণে দ্বিতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১২৪ রানই তুলতে পেরেছিল ভারতীয় দল। তবে এই ম্যাচে ঝোড়ো পারফরম্যান্স দেখা গিয়েছে বরুণ চক্রবর্তীর। দুর্ধর্ষ বোলিং করে তিনি ছিনিয়ে নিয়েছেন পাঁচটি উইকেট। কিন্তু শেষে ট্রিস্টেন স্টাবস এসে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। ৪৭ রানের একটি অপ্রতিরোধ্য ইনিংস খেলে ১৯-তম ওভারেই তিনি জয় এনে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ঝুলিতে। ফলে এখন সিরিজের ফলাফল দাঁড়িয়েছে ১-১। তবে সেই ম্যাচে ভারতের হারের কারণের দিকে তাকালে তিনটি নাম সামনে আসবে।
advertisement
3/5
ব্যর্থ ব্যাটিং অর্ডার: দ্বিতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১২৪ রান তুলতে পেরেছিল ভারত। আর ব্যাটিং অর্ডার ব্যর্থ হওয়ার কারণে ওই ম্যাচে হার হয়েছে তাদের। দলের শীর্ষ ৬ ব্যাটসম্যান মাত্র ৮৭ রান করেই ফিরে যান। অথচ আগের ম্যাচে তাঁরা দুশোরও বেশি রান হাঁকিয়েছিলেন। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রিঙ্কু সিংয়ের মতো বড় খেলোয়াড়রাও তেমন রান পাননি। এমনকী প্রথম তিনে থাকা ব্যাটসম্যানরা তো দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
advertisement
4/5
প্রশ্নের মুখে হার্দিকের স্লো ইনিংস: দ্বিতীয় টি২০-তে একমাত্র একজন ব্যাটসম্যানই দারুণ ব্যাট করেছেন। অথচ তাঁকে নিয়েই শুরু হয়েছে সমালোচনা। আসলে ৪৫ বলে ৩৯ রান হাঁকিয়েছেন হার্দিক পাণ্ড্য। শেষ ওভারে বড় রান হাঁকানোর সুযোগ ছিল তাঁর হাতে। কিন্তু তিনি তা করেননি। ইনিংসের শেষ ওভারে হার্দিক পাণ্ড্য পরপর চারটি ডট বল খেলেন। চার বলে বড় রান হাঁকানোর বদলে তিনি যদি ১-২ রান করে নিতেন, তাহলে দক্ষিণ আফ্রিকার সামনে রানের বিশাল টার্গেট বেঁধে দিতে পারত ভারতীয় ক্রিকেট দল।
advertisement
5/5
অক্ষরকে দিয়ে বিশেষ বোলিং করানো হয়নি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তে স্পিনাররা ম্যাচের গতিপথ বদলে দিয়েছিলেন। বরুণ চক্রবর্তী নিজের ৪ ওভারের কোটায় ১৭ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন। আবার ৪ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রবি বিষ্ণোই। এদিকে স্পিনারদের উপযোগী পিচে অক্ষর প্যাটেলকে দিয়ে মাত্র ১ ওভার বোলিং করিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। যেখানে তিনি মাত্র ২ রান দিয়েছিলেন।
বাংলা খবর/ছবি/খেলা/
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জেতা ম্যাচেই হার ভারত, পরাজয়ের জন্য দায়ী এই তিন কারণ; কাঠগড়ায় খোদ অধিনায়কই
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল