Ind vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি ম্যাচের আগেই প্লেয়িং ইলেভেন ফাঁস!, আজই কি অভিষেক KKR- র ধামাকা ক্রিকেটারের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs SA: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার ভুলতে তরুণ তুর্কিদের ভরসা করছে থিঙ্কট্যাঙ্ক, কোন রণনীতিতে সাজছে আজকের ভারতীয় দল...
advertisement
1/6

ডারবান। ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে প্রস্তুত ভারতীয় দল। ৮ নভেম্বর ডারবানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই টি-টোয়েন্টি ম্যাচে, ভারতীয় দলকে একেবারে অন্য রূপে দেখা যাবে৷ এই ম্যাচে ফের নিজেদের ফর্মে ফিরে নিউজিল্যান্ডের কাছে হারের যন্ত্রণা কমানোর চেষ্টা করবে সূর্যকুমার যাদবের দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ভারতীয় দুই খেলোয়াড় তাঁদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ার শুরু করতে পারেন।
advertisement
2/6
ভারতীয় ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকা সফরের জন্য একেবারে নতুন দল বেছে নিয়েছে। এতে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলা ভারতীয় দলের মাত্র একজন খেলোয়াড়কে বেছে নেওয়া হয়েছে। সেই খেলোয়াড় অক্ষর প্যাটেল।
advertisement
3/6
সূর্য কুমার যাদবের নেতৃত্বে নির্বাচিত দলের বেশিরভাগ খেলোয়াড়ই এমন যাঁরা টিম ইন্ডিয়াতে নিজেদের জায়গা পাকা করার জন্য জোর লড়াই করছেন৷ তবে সবাই যে শুধু তরুণ মুখ তা নয় এই দলে রয়েছেন বিশ্বকাপজয়ী দলের সদস্য হার্দিক পান্ডিয়া ও অর্শদীপ সিংও রয়েছেন এই দলে।
advertisement
4/6
অভিষেক হতে পারে কেকেআরের ক্রিকেটার রমনদীপ সিংয়েরসূর্যকুমার যাদবের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় খেলতে যাওয়া ভারতীয় দল নিজের প্লেয়িং ইলেভেনে দু-একজন নতুন মুখকে সুযোগ দিতে পারে। এই তালিকায় একদম সামনের সারিতে রয়েছেন রমনদীপ সিং এবং যশ দয়াল। ২৭ বছর বয়সী রমনদীপ সিংয়ের আইপিএলে কেকেআরের জার্সিতে পারফরম্যান্স দারুণ৷ এরপর ইমার্জিং এশিয়া কাপেও দারুণ পারফর্ম করেন তিনি।
advertisement
5/6
যশ দয়ালও সুযোগ পেতে পারেনIPL খেলে লাইমলাইটে আসা যশ দয়ালও প্লেয়িং ইলেভেনে জায়গা পাওয়ার জোরালো দাবিদার। ২৬ বছর বয়সী যশ দয়াল আইপিএলের শেষ মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ভাল পারফর্ম করেছেন। এরপর থেকেই নির্বাচকদের র‍্যাডারে তিনি।
advertisement
6/6
ভারতের প্লেয়িং ইলেভেন (সম্ভাব্য): সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অক্ষর প্যাটেল, যশ দয়াল, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।