IND vs SA T20WC Final: দেশলাই দিয়ে বানানো ৮ মিলিমিটারের ওয়ার্ল্ড কাপ, ভারতীয় দলকে উপহার দিতে চান বাঁকুড়ার যুবক
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
IND vs SA T20 World Cup 2024 Final:দেশলাই দিয়ে বানানো ওয়াল্ড কাপ নজর কাড়ছে বাঁকুড়ায়, বানিয়েছেন এক যুবক। দৈর্ঘ্য ৮ মিলিমিটার। ভারতীয় দলকে উপহার দিতে চান বাঁকুড়ার যুবক।
advertisement
1/6

পেন্সিলের ডগায় ওয়ার্ল্ড কাপ? অদ্ভুত এই ওয়ার্ল্ড কাপ বানালো বাঁকুড়ার এক যুবক শিল্পী।
advertisement
2/6
মাত্র ৮ মিলিমিটার দৈর্ঘ্য!? ফাইনালের আগে রোহিত বাহিনীকে উৎসাহ জোগাতেই এমন কাজ।
advertisement
3/6
এত ছোট ওয়ার্ল্ড কাপ চোখেই দেখা যাবে না। তাও তৈরি হয়েছে দেশলাইয়ের মাথায়। ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে বাঁকুড়ার চমক।
advertisement
4/6
বানিয়েছেন বাঁকুড়ার যুবক, ওন্দার বাসিন্দা অংকুর সামন্ত। সময় লেগেছে এক ঘন্টা। দেশলাই কাঠিতে ব্লেড দিয়ে কেটে বানিয়েছেন তিনি।
advertisement
5/6
অংকুর বলেন,
advertisement
6/6
আর মাত্র কিছুক্ষণ! তারপরই শুরু হবে ফাইনাল। তবে তার আগে ক্রিকেট ভালোবাসা ফুটে উঠল শিল্পীর হাতে।