কঠিন চ্যালেঞ্জের সামনে শুভমান গিল! ভঙ্গ হতে পারে টি-২০ বিশ্বকাপ খেলার স্বপ্ন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shubman Gill Position In Danger Ahead of T20 World Cup: 2024টি-২০ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ব্যর্থ শুভমান গিল। যা ফল বিশ্বকাপে দলে জায়গা পাওয়া কঠিন হতে পারে ভারতীয় তরুণ ওপেনারের।
advertisement
1/6

বর্তমানে দলের য়ে পজিশনের জন্য সবথেকে বেশি লড়াই চলছে সেটা হল ওপেনিং। শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল এবং ইশান কিষাণের মতো প্রতিভাবান খেলোয়াড়রা ইতিমধ্যে ওপেনার হিসাবে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। রোহিতের জায়গা পাকা ধরে নিলে, একটি জায়গার জন্য লড়াইয়ে সকলে।
advertisement
2/6
২০২৪ সালের জুনে রয়েছে টি-২০ বিশ্বকাপ। ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে বিশ্বকাপের আগে রোহিত শর্মা টি-২০ দলে ফেরার একটা সম্ভাবনা রয়েছে। ফলে রোহিতের সঙ্গে টি-২০ বিশ্বকাপে কে ওপেন করবেন সেই সিদ্ধান্ত নিতে গিয়ে বড় সমস্যায় পড়বেন নির্বাচকরা।
advertisement
3/6
তবে টি-২০ ক্রিরেটে শুভমান গিলের জায়গা বিপদের মুখে পড়তে পারে। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভাল পারফর্ম করতে পারেননি তরুণ ওপেনার শুভমান গিল। প্রথম ম্যাচে বৃষ্টিতে ভেস্তে গেলেও পরের দুটি ম্যাচে শূন্য ও ৮ রান করেছেন গিল।
advertisement
4/6
রোহিত শর্মা যদি টি-২০ দলে ফেরেন তাহলে গিল নিজের জায়গা হারাতে পারেন। গিলকে ইতিমধ্যেই ঋতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জয়সওয়ালের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হচ্ছে। অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজেও ভাল পারফর্ম করেছেন দুজন। লাইনে রয়েছেন ঈশান কিশানও।
advertisement
5/6
রোহিতের আসার সঙ্গে সঙ্গে গিল যদি ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে খারাপ ফর্ম থেকে বেরিয়ে না আসেন তবে গিলের পরিবর্তে ভবিষ্যতে অন্য কাউকে নেওয়া হতে পারে। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন গিল আরও সুযোগ পাবেন।
advertisement
6/6
২০২৩ সাব স্বপ্নের ফর্মে ব্যাট করেছেন শুভমান গিল। একদিনের বিশ্বকাপ ফাইনালে হারের পর হতাশ ছিলেন তিনি। পরে জানিয়েছিলেন টি-২০ বিশ্বকাপ জয় তাঁর পাখির চোখ। ফলে সাময়ীক কয়েকটা ম্যাচে যে রানের খরা দেখা গিয়েছে তা কাটিয়ে উঠতে মরিয়া গিল।