Ind vs Pak: আজ থেকেই বইছে হু হু করে হাওয়া, সঙ্গী বৃষ্টি, শনিবার মেগা ম্যাচে কত গতিতে বইবে বালাগোল্লা ঝড়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Balagolla Storm: শনিবার ২ সেপ্টেম্বর এশিয়া কাপ ২০২৩ গ্রুপ-পর্বের খেলায় যখন দল মুখোমুখি হবে তখন ভারত ও পাকিস্তান তাদের নিজেদের বহু বছরের শত্রুতার লড়াই একবার ঝালিয়ে নেবে৷
advertisement
1/9

প্রায় এক বছর আগে ভারত বনাম পাকিস্তান খেলা হয়েছিল৷ টি টোয়েন্টি বিশ্বকাপে ২৩ অক্টোবর ২০২২ সালে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হয়েছিল৷ ভারত সেই ম্যাচে ৪ উইকেটে হারিয়েছিল পাকিস্তানকে৷ তবে এবারের লড়াইয়ের ৫০ ওভারের ম্যাচে সেই হারের বদলা কি নিতে পারবে পাকিস্তান এমনটা যেমন ভাবছেন পাক ফ্যানরা ঠিক উল্টোদিকে ভারতীয় দলের ভাবনায় ফের একবার চিরপ্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দেওয়ার ভাবনা৷ শনিবার বিকেলটা আদৌ কি ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে? এই প্রশ্নের উত্তরে কিন্তু বিস্তর ধোঁওয়া৷ ঝড় বালাগোল্লা কি আদৌ ম্যাচ হতে দেবে?
advertisement
2/9
ইতিমধ্যেই ঝড়ের প্রভাবে ক্যান্ডিতে বৃষ্টি বেড়েছে তেমনিই তার সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া৷ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির সঙ্গী ঝোড়ো হাওয়াতে নাকাল হতে হবে৷ Photo Courtesy- Meteologix
advertisement
3/9
এই তিনদিন ধরে হাওয়ার গতিবেগে গড়ে ৪০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে৷ পাশাপাশি খেলার সময় বৃষ্টির সম্ভাবনা ৫৬% থেকে ৭৮% থাকবে৷ সারাদিনই আকাশ থাকবে মেঘলা৷
advertisement
4/9
একাধিক ওয়েদার সংস্থার পূর্বাভাস অনুযায়ি সারাদিন মেঘের আচ্ছাদন থাকবে। ম্যাচের শুরুর দিকে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে৷ এই সময় আপেক্ষিক আর্দ্রতাও থাকবে চরম ৯২% ৷ বিকেল ৩ টে নাগাদ যখন ম্যাচ শুরু হওয়ার কথা তখনই এত মারাত্মক পরিস্থিতি থাকবে৷
advertisement
5/9
একটি বেসরকারি সংস্থা আবহাওয়া আপডেটে বলেছ খেলার এক ঘণ্টা আগেও ৬৮% বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, তাই ২ দলই ভেজা আউটফিল্ডে খেলতে পারে।
advertisement
6/9
শনিবার ২ সেপ্টেম্বর এশিয়া কাপ ২০২৩ গ্রুপ-পর্বের খেলায় যখন দল মুখোমুখি হবে তখন ভারত ও পাকিস্তান তাদের নিজেদের বহু বছরের শত্রুতার লড়াই একবার ঝালিয়ে নেবে৷
advertisement
7/9
বালাগোল্লা ঝড় শনিবার শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি আনতে চলেছে ৷ ফলে মেগা ম্যাচে আরও বিপর্যয়ের সাক্ষী হতে পারে। উভয় দলই গ্রুপ এ-তে স্থান রয়েছে৷ যেখানে ৩০ অগাস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে পাকিস্তান ২৩৮ রানের বিশাল জয়ের রেকর্ড করেছে। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ না হলে সামাণ্য হলেও ক্ষতি হবে ভারতের৷
advertisement
8/9
৩১ অগাস্ট পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টির কারণে ব্যাহত হয়।পাল্লেকেলে ভারতের উভয় গ্রুপ-পর্যায়ের খেলার (২ ও ৪ সেপ্টেম্বর) আয়োজক এবং কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনাল সহ ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সুতরাং, অনুরাগীরা এশিয়া কাপ ২০২৩-এর আরও অনেক ম্যাচেই বৃষ্টির বাধার সাক্ষী হতে পারে।
advertisement
9/9
আয়োজকদের ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি হয়ে যায়। বৃষ্টির সতর্কবার্তা থাকলেও ফ্যানরা পিছপা হতে রাজি নন৷ ভারত ও পাকিস্তান টুর্নামেন্টে একে অপরের সঙ্গে সর্বোচ্চ তিনবার মুখোমুখি হতে পারে যদি উভয় দল ১৭ সেপ্টেম্বর ফাইনালে ওঠে।