TRENDING:

Ind vs Pak: আজ থেকেই বইছে হু হু করে হাওয়া, সঙ্গী বৃষ্টি, শনিবার মেগা ম্যাচে কত গতিতে বইবে বালাগোল্লা ঝড়

Last Updated:
Balagolla Storm: শনিবার  ২ সেপ্টেম্বর এশিয়া কাপ ২০২৩ গ্রুপ-পর্বের খেলায় যখন  দল মুখোমুখি হবে তখন ভারত ও পাকিস্তান তাদের নিজেদের বহু বছরের শত্রুতার লড়াই একবার ঝালিয়ে নেবে৷
advertisement
1/9
বইছে হু হু করে হাওয়া, সঙ্গী বৃষ্টি, শনিবার মেগা ম্যাচে কত গতিতে বইবে বালাগোল্লা
প্রায় এক বছর আগে ভারত বনাম পাকিস্তান খেলা হয়েছিল৷ টি টোয়েন্টি বিশ্বকাপে ২৩ অক্টোবর ২০২২ সালে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হয়েছিল৷ ভারত সেই ম্যাচে ৪ উইকেটে হারিয়েছিল পাকিস্তানকে৷ তবে এবারের লড়াইয়ের ৫০ ওভারের ম্যাচে সেই হারের বদলা কি নিতে পারবে পাকিস্তান এমনটা যেমন ভাবছেন পাক ফ্যানরা ঠিক উল্টোদিকে ভারতীয় দলের ভাবনায় ফের একবার চিরপ্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দেওয়ার ভাবনা৷ শনিবার বিকেলটা আদৌ কি ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে? এই প্রশ্নের উত্তরে কিন্তু বিস্তর ধোঁওয়া৷   ঝড় বালাগোল্লা কি আদৌ ম্যাচ হতে দেবে?
advertisement
2/9
ইতিমধ্যেই ঝড়ের প্রভাবে ক্যান্ডিতে বৃষ্টি বেড়েছে তেমনিই তার সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া৷ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির সঙ্গী ঝোড়ো হাওয়াতে নাকাল হতে হবে৷ Photo Courtesy- Meteologix
advertisement
3/9
এই তিনদিন ধরে হাওয়ার গতিবেগে গড়ে ৪০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে৷ পাশাপাশি খেলার সময় বৃষ্টির সম্ভাবনা ৫৬% থেকে ৭৮% থাকবে৷ সারাদিনই আকাশ থাকবে মেঘলা৷
advertisement
4/9
একাধিক ওয়েদার সংস্থার পূর্বাভাস অনুযায়ি সারাদিন মেঘের আচ্ছাদন থাকবে। ম্যাচের শুরুর দিকে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে৷  এই সময় আপেক্ষিক আর্দ্রতাও থাকবে চরম ৯২% ৷ বিকেল ৩ টে নাগাদ যখন ম্যাচ শুরু হওয়ার কথা তখনই এত মারাত্মক পরিস্থিতি থাকবে৷
advertisement
5/9
একটি বেসরকারি সংস্থা আবহাওয়া আপডেটে বলেছ  খেলার এক ঘণ্টা আগেও ৬৮% বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, তাই ২ দলই ভেজা আউটফিল্ডে খেলতে পারে।
advertisement
6/9
শনিবার  ২ সেপ্টেম্বর এশিয়া কাপ ২০২৩ গ্রুপ-পর্বের খেলায় যখন  দল মুখোমুখি হবে তখন ভারত ও পাকিস্তান তাদের নিজেদের বহু বছরের শত্রুতার লড়াই একবার ঝালিয়ে নেবে৷
advertisement
7/9
বালাগোল্লা ঝড় শনিবার শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি আনতে চলেছে ৷  ফলে মেগা ম্যাচে আরও  বিপর্যয়ের সাক্ষী হতে পারে। উভয় দলই গ্রুপ এ-তে স্থান রয়েছে৷ যেখানে ৩০ অগাস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে পাকিস্তান ২৩৮ রানের বিশাল জয়ের রেকর্ড করেছে। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ না হলে সামাণ্য হলেও ক্ষতি হবে ভারতের৷
advertisement
8/9
৩১ অগাস্ট পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টির কারণে ব্যাহত হয়।পাল্লেকেলে ভারতের উভয় গ্রুপ-পর্যায়ের খেলার (২ ও ৪ সেপ্টেম্বর) আয়োজক এবং কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনাল সহ ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সুতরাং, অনুরাগীরা এশিয়া কাপ ২০২৩-এর আরও  অনেক ম্যাচেই  বৃষ্টির বাধার সাক্ষী হতে পারে।
advertisement
9/9
আয়োজকদের ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি হয়ে যায়। বৃষ্টির সতর্কবার্তা থাকলেও ফ্যানরা পিছপা হতে রাজি নন৷  ভারত ও পাকিস্তান টুর্নামেন্টে একে অপরের সঙ্গে সর্বোচ্চ তিনবার মুখোমুখি হতে পারে যদি উভয় দল ১৭ সেপ্টেম্বর ফাইনালে ওঠে।
বাংলা খবর/ছবি/খেলা/
Ind vs Pak: আজ থেকেই বইছে হু হু করে হাওয়া, সঙ্গী বৃষ্টি, শনিবার মেগা ম্যাচে কত গতিতে বইবে বালাগোল্লা ঝড়
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল