TRENDING:

Ind-Pak: শুধু শোয়েবই ভারতের জামাই নন, Indian ললনার প্রেমে হাবুডুবু ‘এই’ Pak ক্রিকেটাররাও

Last Updated:
টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2021) ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে একটু একটু করে৷ এই অবস্থায় একটু অন্য স্বাদে চিনে নিন সেই পাকিস্তানি ক্রিকেটারদের যাঁরা ভারতীয় মেয়েদের প্রেমে মজেছেন৷
advertisement
1/5
শুধু শোয়েবই ভারতের জামাই নন, ভারতীয় ললনার প্রেমে হাবুডুবু ‘এই’ পাক ক্রিকেটাররা
টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2021) আসর জমে উঠেছে৷ রবিবার মেগা ম্যাচ ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ৷ তাঁর আগে দেখে নিন সবসময় বিষয়টা কিন্তু ভারত বনাম পাকিস্তান হয় না৷ একধিক ভারতীয় বংশোদ্ভুত কন্যার সঙ্গে গাঁটছড়া বেঁধে ঘর করছেন পাকিস্তানি (India and Pakistan) ক্রিকেটাররা৷ পাকিস্তানি (Pakistani) অলরাউন্ডার মহম্মদ হাফিজ (Mohammad Hafeez) বিয়ে করেছেন নাজিয়াকে ( Nazia)৷ সেই ২০০৭ সালে৷ এই জুটি ফ্যানদের মধ্যে দারুণ জনপ্রিয়৷ সোশ্যাল মিডিয়ায় তাঁদের শেয়ার করা ছবি খুবই পছন্দ করেন ফ্যানরা৷ Photo- Collected
advertisement
2/5
তারকা পাকিস্তানি (Pakistani ) পেসার হাসান আলি (Hasan Ali) দুবাইতে বিয়ে করেন সামিয়া আরজুকে (Samiya) ৷ বেশিরভাগ মানুষই জানেন না তিনি আসলে ভারতের (India) হরিয়ানার পালওয়াল জেলার মেয়ে৷ Photo- Collected
advertisement
3/5
পাকিস্তানি (Pakistan) অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ( Imad Wasim) বিয়ে করেন সানিয়া আসফাককে (Sannia Ashfaq)৷ ২০১৯ সালে ইসলামাবাদে তাঁদের বিয়ে হয়৷ লন্ডনেই থাকেন তিনি ৷ তিনি পেশার ইকনমিক রিসার্চার এবং ম্যানেজমেন্ট এক্সপার্ট৷ পাকিস্তানের বাসিন্দা হলেও তিনি পুরোপুরি লন্ডনে থাকেন৷ Photo- Collected
advertisement
4/5
ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) নয়, বরং ভারত এবং পাকিস্তান (India and Pakistan) প্রেমের সবচেয়ে জনপ্রিয় উদাহরণ শোয়েব মালিক (Shoaib Malik) ও সানিয়া মির্জা (Sania Mirza) ৷ ভারতীয় টেনিস তারকা ও শোয়েব মালিকের ছেলের নাম ইজহান মির্জা মালিক৷ Photo- Collected
advertisement
5/5
সরফরাজ আহমেদ (Sarfaraz Ahmed) প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক৷ তিনি বিয়ে করেন সৈয়দা খুশবখতকে (Syeda Khushbakht) ৷ ২০১৫ সালে হ. বিয়ে৷ এঁদের দুটি সুন্দর সন্তান রয়েছে৷ Photo- Collected
বাংলা খবর/ছবি/খেলা/
Ind-Pak: শুধু শোয়েবই ভারতের জামাই নন, Indian ললনার প্রেমে হাবুডুবু ‘এই’ Pak ক্রিকেটাররাও
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল