Ind-Pak: শুধু শোয়েবই ভারতের জামাই নন, Indian ললনার প্রেমে হাবুডুবু ‘এই’ Pak ক্রিকেটাররাও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2021) ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে একটু একটু করে৷ এই অবস্থায় একটু অন্য স্বাদে চিনে নিন সেই পাকিস্তানি ক্রিকেটারদের যাঁরা ভারতীয় মেয়েদের প্রেমে মজেছেন৷
advertisement
1/5

টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2021) আসর জমে উঠেছে৷ রবিবার মেগা ম্যাচ ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ৷ তাঁর আগে দেখে নিন সবসময় বিষয়টা কিন্তু ভারত বনাম পাকিস্তান হয় না৷ একধিক ভারতীয় বংশোদ্ভুত কন্যার সঙ্গে গাঁটছড়া বেঁধে ঘর করছেন পাকিস্তানি (India and Pakistan) ক্রিকেটাররা৷ পাকিস্তানি (Pakistani) অলরাউন্ডার মহম্মদ হাফিজ (Mohammad Hafeez) বিয়ে করেছেন নাজিয়াকে ( Nazia)৷ সেই ২০০৭ সালে৷ এই জুটি ফ্যানদের মধ্যে দারুণ জনপ্রিয়৷ সোশ্যাল মিডিয়ায় তাঁদের শেয়ার করা ছবি খুবই পছন্দ করেন ফ্যানরা৷ Photo- Collected
advertisement
2/5
তারকা পাকিস্তানি (Pakistani ) পেসার হাসান আলি (Hasan Ali) দুবাইতে বিয়ে করেন সামিয়া আরজুকে (Samiya) ৷ বেশিরভাগ মানুষই জানেন না তিনি আসলে ভারতের (India) হরিয়ানার পালওয়াল জেলার মেয়ে৷ Photo- Collected
advertisement
3/5
পাকিস্তানি (Pakistan) অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ( Imad Wasim) বিয়ে করেন সানিয়া আসফাককে (Sannia Ashfaq)৷ ২০১৯ সালে ইসলামাবাদে তাঁদের বিয়ে হয়৷ লন্ডনেই থাকেন তিনি ৷ তিনি পেশার ইকনমিক রিসার্চার এবং ম্যানেজমেন্ট এক্সপার্ট৷ পাকিস্তানের বাসিন্দা হলেও তিনি পুরোপুরি লন্ডনে থাকেন৷ Photo- Collected
advertisement
4/5
ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) নয়, বরং ভারত এবং পাকিস্তান (India and Pakistan) প্রেমের সবচেয়ে জনপ্রিয় উদাহরণ শোয়েব মালিক (Shoaib Malik) ও সানিয়া মির্জা (Sania Mirza) ৷ ভারতীয় টেনিস তারকা ও শোয়েব মালিকের ছেলের নাম ইজহান মির্জা মালিক৷ Photo- Collected
advertisement
5/5
সরফরাজ আহমেদ (Sarfaraz Ahmed) প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক৷ তিনি বিয়ে করেন সৈয়দা খুশবখতকে (Syeda Khushbakht) ৷ ২০১৫ সালে হ. বিয়ে৷ এঁদের দুটি সুন্দর সন্তান রয়েছে৷ Photo- Collected