TRENDING:

Ind vs Eng: পাকিস্তানি দাদুর নাতি ঘোল খাইয়ে ছাড়লেন, কিন্তু ভারতের মাটিতে ইতিহাস তৈরি করেও আক্ষেপ

Last Updated:
Ind vs Eng: অফ স্পিনার শোয়েব বশির ইংল্যান্ডের পক্ষ থেকে কোনও টেস্টে পাঁচটি উইকেট নেওয়া দ্বিতীয় তরুণ বোলার হলেন৷
advertisement
1/5
পাক দাদুর নাতি ঘোল খাইয়ে ছাড়লেন, কিন্তু ভারতের মাটিতে ইতিহাস তৈরি করেও আক্ষেপ
রাঁচি: ইংল্যান্ড ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ জয় দিয়ে শুরু করেছিল৷ কি ন্তু রাঁচি টেস্টেও প্রায় হারের সামনেই দাঁড়িয়ে রয়েছে তারা৷ বিশাখাপত্তনম, রাজকোটের পর রাঁচি ভারতীয় দল বেশ চাঙ্গা পারফরম্যান্স দিচ্ছে৷ ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন ইংল্যান্ডের ফের একবার ভাঙতে চলেছে৷ কিন্তু এই সব কিছুর মধ্যে পাকিস্তানি বংশোদ্ভুত এক ইংলিশ প্লেয়ার নতুন ইতিহাস তৈরি করে ফেলেছেন৷ Photo- AP 
advertisement
2/5
অফ স্পিনার শোয়েব বশির ইংল্যান্ডের পক্ষ থেকে কোনও টেস্টে পাঁচটি উইকেট নেওয়া দ্বিতীয় তরুণ বোলার হলেন৷ তিনি এই পারফরম্যান্সের পর তা নিজের দাদুকে উৎসর্গ করেছেন৷ যিনি লাল বল ক্রিকেটের দারুণ ফ্যান ছিলেন৷ বশিরের বয়স এখন ২০ বছর ১৩৫ দিন৷ পাকিস্তানি বংশোদ্ভুত এই ক্রিকেটার রাঁচিতে নতুন নজির গড়লেন। Photo- AP 
advertisement
3/5
বশির ম্যাচের পর সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমার জার্নির একটি বিশেষ মুহূর্তে, দু বছর আগেও আমি এরকম কিছু করব ভাবতেও পারিনি৷ ফলে এটা দারুণ বিশেষ৷ আমার জন্য ভাবুক মুহূর্ত৷ আসলে আমি দেড় বছর আগে আমি দাদুকে হারিয়েছি৷ উনি সবসময়েই টিভিতে টেস্ট ক্রিকেট দেখতে পছন্দ করতেন৷ উনি চাইতেন আমাকেও টিভিতে দেখবেন৷ আমি চাই উনি স্বর্গ থেকে আমায় সমর্থণ করুন৷’’ Photo- AP 
advertisement
4/5
ভারতে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বিদেশিশোয়েব বশির ভারতে টেস্ট ম্যাচে এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়া বোলার হলেন যাঁর বয়স সবচেয়ে কম৷ পাশাপাশি ইংল্যান্ডের পক্ষ থেকে সবচেয়ে ছোট বয়সী ক্রিকেটার ছিলেন৷  Photo- AP
advertisement
5/5
২০ বছর ১৩৫ দিনের বশির রাঁচি টেস্টে ৫ উইকেট নিয়ে ঠিক পল অ্যাডামসের পিছনে রইলেন৷ ১৯৯৬ তে কানপুরে (১৯ বছর ৩২৩ দিন) ভারতের বিরুদ্ধে ৫৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন৷ Photo- AP 
বাংলা খবর/ছবি/খেলা/
Ind vs Eng: পাকিস্তানি দাদুর নাতি ঘোল খাইয়ে ছাড়লেন, কিন্তু ভারতের মাটিতে ইতিহাস তৈরি করেও আক্ষেপ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল