TRENDING:

Naseem Shah: বয়সটা মাত্র ২১! লড়েও দলকে জেতাতে পারলেন না, মাঠেই কান্না শুরু, দাদা হিসেবে এগিয়ে এলেন রোহিত

Last Updated:
Naseem Shah: নসিম শাহের চোখ দিয়ে জল বেরোচ্ছে তখন প্রতিপক্ষ দলের অধিনায়ক হয়েও তাঁর চোখের জল মুছিয়ে দেন৷
advertisement
1/5
লড়েও দলকে জেতাতে পারলেন না, মাঠেই কান্না শুরু, দাদা হিসেবে এগিয়ে এলেন রোহিত
চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না- পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহের হাউহাউ করে কান্না মাঠেই৷ ভারত বনাম পাকিস্তান ম্যাচ যেখানে যে পরিস্থিতিতেই হোক তা আর পাঁচটা এনকাউন্টারের চেয়ে অনেকটাই আলাদা তা নিয়ে কোনও কোনও সন্দেহ নেই আর তাই ২১ বছরের পাক ক্রিকেটারের আবেগও ছিল চোখে পড়ার মতোই৷ Photo Courtesy- Twitter
advertisement
2/5
দু দেশের শত্রুতা থাকুক, কূটনৈতিক দূরত্ব থাকুক সব পরিস্থিতিতেই মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক যে আরও বড় এদিন তা প্রমাণ করলেন রোহিত শর্মা৷ শেষ ওভারে জয়ের রান তাড়া করতে না পেরে যখন নসিম শাহের চোখ দিয়ে জল বেরোচ্ছে তখন প্রতিপক্ষ দলের অধিনায়ক হয়েও তাঁর চোখের জল মুছিয়ে দেন৷ Photo - Collected
advertisement
3/5
পাকিস্তানি পেসার নাসিম শাহ, যিনি বল হাতে  প্রথম ইনিংসে  তিন উইকেট শিকার করেছিলেন৷  তবে বারবার ক্যাচ না ফেললে হয়ত টি টোয়েন্টি বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচ অন্য কিছু ফলও হতে পারত৷ একদিকে বল হাতে উইকেট নেওয়ার পরেও তিনি ব্যাট করতে নেমেও তিনি ৪ বলে ১০ রান করেন যাতে রয়েছে ২ টি বাউন্ডারি৷ কিন্তু তারপরেও ৬ রানে ম্যাচ হেরে যায় পাকিস্তান৷ Photo Courtesy- Twitter
advertisement
4/5
বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, শিভম দুবের উইকেটও নেন৷ নসিম শাহ৷ তবে এদিনের হারের পর গ্রুপ এ থেকে সুপার এইটে যাওয়ার রাস্তা আরও কঠিন করে ফেলল পাকিস্তান৷ আমেরিকার কাছে হারের পর ভারতের বিরুদ্ধেও হার৷ Photo Courtesy- Twitter
advertisement
5/5
এদিকে এই মুহূর্তে  ভারত ২ ম্যাচ জিতে গ্রুপ এ তে  পয়েন্ট টেবলের এক নম্বর স্থানে রয়েছে৷ একই পয়েন্টে রয়েছে আমেরিকাও কিন্তু নেট রানরেটে অনেকটা এগিয়ে থেকে পয়েন্ট টেবলের এক নম্বর জায়গাটা ধরে রেখেছ৷ Photo Courtesy-Collected
বাংলা খবর/ছবি/খেলা/
Naseem Shah: বয়সটা মাত্র ২১! লড়েও দলকে জেতাতে পারলেন না, মাঠেই কান্না শুরু, দাদা হিসেবে এগিয়ে এলেন রোহিত
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল