TRENDING:

IND vs PAK: সকলকে করালেন চুপ! ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এবার বোমা ফাটালেন দিলীপ ঘোষ

Last Updated:
India vs Pakistan Asia Cup 2025: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরউ সুপার সানডে-তে এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ। পহেলগাঁও হামলা, অপারেশব সিঁদুরের পর এই ম্যাচ ঘিরে চড়ছে রাজনীতির পারদ।
advertisement
1/5
সকলকে করালেন চুপ! ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এবার বোমা ফাটালেন দিলীপ ঘোষ
আর কিছু সময়ের অপেক্ষা। তারপরউ সুপার সানডে-তে এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ। পহেলগাঁও হামলা, অপারেশব সিঁদুরের পর এই ম্যাচ ঘিরে দুই দেশের ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা-উত্তেজনা আকাশ ছুঁয়েছে।
advertisement
2/5
আর এই ম্যাচ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। তৃণমূল সাংসাদ মহুয়া মৈত্রের কটাক্ষ থেকে শুরু করে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি এই ম্যাচ বয়কট করার দাবি জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর আবার সাফ জানিয়ে দিয়েছেন দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও আইসিসি বা এসিসি ইভেন্টে খেলতেই হবে। এটা আমাদের হাতে থাকে না।
advertisement
3/5
এবার ভারত-পাকিস্তান ম্যাচে রাজনৈতিক বিতর্ক নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, “ম্যাচ তো আগেও হত, তাহলে এখন এত বিতর্ক কেন? কংগ্রেস আমলেও পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামত ভারত। এখন রাজনীতি করার জন্য কিছু মানুষ এই ম্যাচ নিয়ে অযথা হৈচৈ করছে।"
advertisement
4/5
এছাড়াও দিলীপ ঘোষ আরও বলেন, “বাণিজ্যে পাকিস্তানকে বয়কট করা হয়েছে,সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছে। কিন্তু খেলায় সরে আসা আমাদের উচিত না। আমরা তাদের সঙ্গে আমাদের মাটিতে লড়াই করেছি ও জয়ী হয়েছি, পাকিস্তানের মাটিতেও জয়ী হয়েছি—বিদেশের মাটিতে খেললে ওরা হারবে। মাঠ থেকে সরে গেলেই আমরা পিছিয়ে পড়ব।”
advertisement
5/5
প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন,"ময়দান ছাড়ার কোন প্রশ্নই উঠে না। ভারত পাকিস্তানে খেলতে যাবে না এটা পাক্কা। বাকি ক্রিকেট বোর্ড সরকার বিষয়টা দেখে নেবে। ওদের খেলে হারানোতেই আসল তৃপ্তি।"
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs PAK: সকলকে করালেন চুপ! ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এবার বোমা ফাটালেন দিলীপ ঘোষ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল