TRENDING:

IND vs NZ: একসঙ্গে দলে একগুচ্ছ বদল! চতুর্থ টি-২০ ম্যাচে ভারতের একাদশে মেগা চমক গম্ভীরের!

Last Updated:
IND vs NZ 4th T20: বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। ইতিমধ্যেই সিরিজে পরপর ৩টি ম্যাচ জিতে ট্রফি নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া।
advertisement
1/9
একসঙ্গে দলে একগুচ্ছ বদল! চতুর্থ টি-২০ ম্যাচে ভারতের একাদশে মেগা চমক গম্ভীরের!
বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। ইতিমধ্যেই সিরিজে পরপর ৩টি ম্যাচ জিতে ট্রফি নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া। ফলে শেষ ২টি ম্যাচে ভারতের একাদশে নানা পরীক্ষা নীরিক্ষা করার সম্ভাবনা তৈরি হয়েছে।
advertisement
2/9
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করেন ভারতের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। রবিবার গুয়াহাটিতে ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ইনিংসের প্রথম বলেই তিনি গোল্ডেন ডাক করে আউট হন। ম্যাট হেনরির করা প্রথম বলেই স্যামসন প্যাভিলিয়নে ফিরে যান, যা ভারতের শুরুতেই বড় ধাক্কা হিসেবে ধরা হয়।
advertisement
3/9
এই সিরিজে স্যামসনের ফর্ম মোটেও ভালো নয়। প্রথম টি-টোয়েন্টিতে তিনি করেন ৭ বলে ১০ রান এবং দ্বিতীয় ম্যাচে ৫ বলে মাত্র ৬ রান। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার হয়েও চতুর্থ টি-টোয়েন্টিতে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে তাঁকে একাদশের বাইরে রাখা হতে পারে।
advertisement
4/9
স্যামসনের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন ২৭ বছর বয়সী ঈশান কিষান। তিনি উইকেটকিপিংয়ের পাশাপাশি অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং করার সম্ভাবনাও রয়েছে। সাদা বলের ক্রিকেটে ঈশানের পছন্দের ব্যাটিং পজিশন ওপেনার হিসেবেই পরিচিত। সাম্প্রতিক সময়ে তাঁর পারফরম্যান্সও যথেষ্ট আশাব্যঞ্জক।
advertisement
5/9
২০২৫ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঈশান কিষান ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। এছাড়া, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি মাত্র ৩২ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তৃতীয় ম্যাচেও প্রথম ওভারেই পরপর দুইটি ছক্কা হাঁকিয়ে ভালো শুরু করেছিলেন, যদিও সেই ইনিংস বড় করতে পারেননি।
advertisement
6/9
এদিকে, তিলক বর্মা শেষ দুটি ম্যাচের জন্য অনুপস্থিত থাকায় শ্রেয়স আইয়ার দলে রয়েছেন। তাকে খেলানো হয় কিনা সেটাও দেখার বিষয়। আইপিএল ২০২৫-এ পঞ্জাব কিংসের হয়ে ৬০০-র বেশি রান করা আইয়ার অনেকদিন পর জাতীয় দলে সুযোগ পেতে পারেন। আইয়ারকে গম্ভীর খেলাল বড় চমক হতে পারে। কারণ টি-২০ বিশ্বকাপের দলে নেই আইয়ার।
advertisement
7/9
পাশাপাশি, চোট কাটিয়ে অক্ষর প্যাটেল চতুর্থ ম্যাচে ফিরতে পারেন বলে জানা যাচ্ছে। স্পিন-বোলিং অলরাউন্ডার এবং ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল সিরিজের প্রথম ম্যাচে বোলিং করার সময় আঙুলে চোট পাওয়ার কারণে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারেননি। তবে বুধবারের চতুর্থ ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা অনেকটাই বেশি।
advertisement
8/9
বোলিং বিভাগেও কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তৃতীয় ম্যাচে বিশ্রামে থাকা অর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী একাদশে ফিরতে পারেন। কুলদীপ যাদবের জায়গায় রবি বিষ্ণোইকে ধরে রাখার কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে, চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতের একাদশে একাধিক পরিবর্তন দেখার সম্ভাবনা রয়েছে।
advertisement
9/9
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, ঈশান কিষান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs NZ: একসঙ্গে দলে একগুচ্ছ বদল! চতুর্থ টি-২০ ম্যাচে ভারতের একাদশে মেগা চমক গম্ভীরের!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল