IND vs ENG: ভারত-ইংল্যান্ড গত সফরও ছিল ড্র, এবারও সিরিজ ড্র হলে ট্রফি থাকবে কার কাছে?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 5th Test: ভারতীয় ক্রিকেট দল বর্তমানে ইংল্যান্ড সফরের শেষ পর্যায়ে রয়েছে। পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্ট ম্যাচটি ৩১শে জুলাই থেকে কেনিংটন ওভালে খেলা হবে।
advertisement
1/5

ভারতীয় ক্রিকেট দল বর্তমানে ইংল্যান্ড সফরের শেষ পর্যায়ে রয়েছে। পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্ট ম্যাচটি ৩১শে জুলাই থেকে কেনিংটন ওভালে খেলা হবে।
advertisement
2/5
শেষ টেস্ট ম্যাচের জন্য উভয় দল কেনিংটনে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে। সিরিজে সমতা ফেরাতে হলে শেষ টেস্ট জিততেই হবে ভারতীয় দলকে। ইংল্যান্ড ড্র করলেই সিরিজ পকেটে পুরে ফেলবে।
advertisement
3/5
ওভালে শেষ টেস্টের আগে ক্রিকেট প্রেমিদের মধ্য়ে ঘুরপাক খাচ্ছে। তা হল, বর্তমানে ভারত সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। যদি ভারত পঞ্চম টেস্ট ম্যাচটি জিতে যায়, তাহলে সিরিজ তো ড্র হল, কিন্তু ট্রফি কার কাছে থাকবে?
advertisement
4/5
চলুন জেনে নেওয়া এক্ষেত্রে আইসিসির নিয়ম কী বলছে। যখন কোনও টেস্ট সিরিজ ড্র হয়, তখন ট্রফি সেই দলের কাছেই থাকে, যারা আগেরবার জিতেছিল। ভারত ও ইংল্যান্ডের মধ্যে ২০২১-২২ সালে পতৌদি ট্রফিতে শেষবার লড়াই হয়েছিল এবং সেই সিরিজ ড্র হয়েছিল।
advertisement
5/5
কিন্তু তার আগের সিরিজ ২০১৮ সালে ইংল্যান্ড ৪-১ ব্যবধানে জিতেছিল। সেই থেকে ট্রফিটি ইংল্যান্ডের কাছেই রয়েছে। সুতরাং, যদি এবারের সিরিজও ড্র হয়, তাহলে ট্রফিটি ইংল্যান্ডের কাছেই থাকবে।