Ind vs Eng Test: ১৮ বছর জয় নেই! এবার ইংল্যান্ডে কী হবে টিম ইন্ডিয়ার? বড় ভবিষ্যদ্বাণী কপিল দেবের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Kapil Dev On Ind vs Eng- ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে বড়সড় ভবিষ্যদ্বাণী করে ফেললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি যা বললেন তা শুনে অনেকেই অবাক হতে পারেন।
advertisement
1/6

বিরাট কোহলি ও রোহিত শর্মার পরবর্তী সময়। অর্থাৎ কিছুটা বাড়তি চাপ নিয়েই ইংল্যান্ডে খেলতে নামবে টিম ইন্ডিয়া। দুই মহাতারকার নান থাকাটা আদতে ফ্যাক্টর হয় কি না, তা বোঝা যাবে শুক্রবার থেকেই।
advertisement
2/6
ইংল্যান্ড সফরের জন্য ১৮ জনের দল ঘোষণা করল বিসিসিআই। আর সেই দলের ক্যাপ্টেন কে হবে, তা যেন কাঙ্খিত ছিল! সবার প্রত্যাশামতো শুভমান গিলকেই নেতা হিসেবে বাছল বোর্ড। অর্থাৎ ভারত টেস্ট ক্রিকেটে পেয়ে গেল নতুন ক্যাপ্টেন। তবে এই দলবাছাই নিয়ে কিছু প্রশ্ন থেকেই গিয়েছিল।
advertisement
3/6
২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে শেষবার ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতেছিল। তারও আগে ১৯৭১ এবং ১৯৮৬ সালে অজিত ওয়াদেকর এবং কপিল দেবের নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। এবার কি ভারতীয় দল ইংল্যান্ডে বড় কিছু করে দেখাতে পারবে!
advertisement
4/6
ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে বড়সড় ভবিষ্যদ্বাণী করে ফেললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি যা বললেন তা শুনে অনেকেই অবাক হতে পারেন।
advertisement
5/6
কপিল দেব মনে করছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতবে ভারত। ফল ভারতের পক্ষে হবে ৩-২। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কপিল দেব বলেছেন, শুভমানের উপর ভরসা আছে। ও প্রতিভাবান ক্রিকেটার। এখন ভারতীয় দলের অধিনায়ক। আমি নিশ্চিত যে ও ট্রফি নিয়ে ফিরবে। ওর জন্য শুভেচ্ছা থাকল। আশা করছি ভারতীয় দল নিজেদের সেরাটা উজাড় করে দেবে।
advertisement
6/6
রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, কেএল রাহুল, ঋষভ পন্থের মতো তারকারা রয়েছেন এবারের টেস্ট দলে। সাই সুদর্শন, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অভিমন্যু ঈশ্বরণ, যশস্বী জয়েসওয়াল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণ এবং আকাশ দীপের মতো অনেকে ইংল্যান্ডে নামবেন প্রথমবার। তবে কপিল দেব অনভিজ্ঞদের উপরও বিশ্বাস রাখছেন। তাঁর মত, অনভিজ্ঞ ক্রিকেটাররা সব সময় নিজেদের সেরাটা দিতে চেষ্টা করে।