IND vs ENG: বড় সুখবর পেল টিম ইন্ডিয়া, ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারানো হল স্বার্থক, সামনে আরও বড় টার্গেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG: ধরমশালা টেস্টেও ইংল্যান্ডকে লজ্জার হারের স্বাদ দিয়েছে ভারতীয় দল। বাজবলের অহংকারকে ধুলোয় মিশিয়ে ইনিংস ও ৬৪ রানে শেষ টেস্ট জিতল টিম ইন্ডিয়া। একইসঙ্গে সিরিজ জিতল ৪-১ব্যবধানে।
advertisement
1/6

ধরমশালা টেস্টেও ইংল্যান্ডকে লজ্জার হারের স্বাদ দিয়েছে ভারতীয় দল। বাজবলের অহংকারকে ধুলোয় মিশিয়ে ইনিংস ও ৬৪ রানে শেষ টেস্ট জিতল টিম ইন্ডিয়া। একইসঙ্গে সিরিজ জিতল ৪-১ব্যবধানে।
advertisement
2/6
ধরমশালা টেস্টের আগেই সিরিজ জেতা হয়ে গিয়েছিল ভারতের। কিন্তু শেষ টেস্টে জয় দরকার টিম ইন্ডিয়ার। কারণ চতুর্থ টেস্ট জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপে শীর্ষস্থা দখল করেছিল ভারত। কিন্তু শেষ টেস্ট না জিতলে তা খোয়াতে হত।
advertisement
3/6
এরপর আগামী কয়েক মাস আর কোনও টেস্ট ম্যাচ খেলবে না ভারতীয় দল। সামনে রয়েছে আইপিএল ও টি-২০ বিশ্বকাপ। ধরমশালায় জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে জায়গা কিছুটা পাকা হল টিম ইন্ডিয়ার।
advertisement
4/6
এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ সার্কেলে ৯টি টেস্ট খেলেছে ভারত। যার মধ্যে ৬টি জয়, ২টি হার, ১টি ড্র করেছে ভারতীয় দল। ৬৮.৫১ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রোহিত শর্মার দল।
advertisement
5/6
নিউজিল্যান্ড পাঁচটি টেস্ট খেলে ৩টি জয়, ২টি হার, ৬০ শতাংশ জয় পেয়েছে। অস্ট্রেলিয়া ১১টি টেস্ট খেলে ৭ জয়, ৩ হার, ১ ড্র, দয়ে পেয়েছে ৫৯.০৯ শতাংশ ম্যাচে। অজিরা রয়েছে তৃতীয় স্থানে।
advertisement
6/6
প্রসঙ্গত, বিগত দুটি টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল খেললেও জয় পায়নি ভারতীয় দল। এবার টানা তৃতীয় ফাইাল খেলা ও প্রথম ট্রফি জেতাই টার্গেট রোহিত শর্মার দলের। তবে তার আগে সামনে রয়েছে কঠিন পরীক্ষা। চলতি বছরের শেষে রয়েছে অস্ট্রেলিয়া সফর।