TRENDING:

IND vs ENG: বাদ মহাতারকা! ইংল্যান্ডে 'ব্র্যান্ড নিউ' ওপেনিং জুটি পাচ্ছে টিম ইন্ডিয়া! সবথেকে বড় চমক!

Last Updated:
India vs England: ইংল্যান্ড সফরের জন্য ভারতের ৫ ম্যাচের টেস্ট সিরিজ ঘিরে যখন উত্তেজনার পারদ চড়ছে, তখন উদ্বেগের বড় কারণ হয়ে উঠছেন টিম ইন্ডিয়ার সম্ভাব্য ওপেনিং জুটি।
advertisement
1/6
বাদ মহাতারকা! ইংল্যান্ডে 'ব্র্যান্ড নিউ' ওপেনিং জুটি পাচ্ছে টিম ইন্ডিয়া! সবথেকে বড় চমক!
ইংল্যান্ড সফরের জন্য ভারতের ৫ ম্যাচের টেস্ট সিরিজ ঘিরে যখন উত্তেজনার পারদ চড়ছে, তখন উদ্বেগের বড় কারণ হয়ে উঠছেন টিম ইন্ডিয়ার সম্ভাব্য ওপেনার যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মার অবসরের পর ওপেনিংয়ে যশস্বীর উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তার প্রাথমিক ইঙ্গিত মোটেই আশাব্যঞ্জক নয়।
advertisement
2/6
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ‘ইন্ডিয়া এ’-র হয়ে দুই ইনিংসেই ব্যর্থ যশস্বী। প্রথম ইনিংসে মাত্র ২৬ বলে ১৭ রান করেই ফিরে যান তিনি। দ্বিতীয় ইনিংসে আরও হতাশাজনক পারফরম্যান্স — ১২ বলে ৫ রান। আইপিএলের পর ইংল্যান্ডে এসে এই প্রস্তুতি ম্যাচেই যশস্বীর ব্যর্থতা টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
advertisement
3/6
অন্যদিকে, কেএল রাহুল একই ম্যাচে দেখিয়েছেন অনবদ্য ফর্ম। প্রথম ইনিংসে ১১৬ রানের ঝকঝকে ইনিংস, দ্বিতীয় ইনিংসেও ৫১ রানের হাফ-সেঞ্চুরি। তাঁর ব্যাটিং ছন্দ দেখলে নিশ্চিতভাবেই তিনি মূল একাদশে জায়গা পাচ্ছেন। প্রশ্ন উঠছে— তাঁর সঙ্গে ওপেন করবেন কে?
advertisement
4/6
এই প্রেক্ষাপটে বিকল্প হিসেবে উঠে আসছে বাংলার অভিমন্যু ঈশ্বরনের নাম। ভারত ‘এ’ দলের অধিনায়ক হিসেবে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে । গত ম্যাচে ওপেন করতে নেমে ৮ এবং ৬৮ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে করেন ১১ ও ৮০ রান।
advertisement
5/6
ঈশ্বরনের স্টেডি ব্যাটিং ও টেম্পারমেন্ট ভারতীয় টিম ম্যানেজমেন্টকে তাঁর দিকে তাকাতে বাধ্য করছে। দীর্ঘ ইনিংস খেলার ক্ষমতা, ইংলিশ কন্ডিশনে মানিয়ে নেওয়ার দক্ষতা— এই সব কিছুই তাঁকে যশস্বীর চেয়ে এগিয়ে রাখছে এই মুহূর্তে।
advertisement
6/6
রোহিত শর্মার অনুপস্থিতিতে টেস্ট ওপেনিংয়ে একটি স্থায়ী জুটি গড়াই এখন ভারতের প্রধান লক্ষ্য। যদিও যশস্বী জয়সওয়ালের প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই, বর্তমান ফর্ম তাকে প্রথম একাদশ থেকে দূরে সরিয়ে দিতে পারে। সে ক্ষেত্রে কেএল রাহুলের সঙ্গে অভিমন্যু ঈশ্বরনের জুটি হতে পারে ভারতের নতুন টেস্ট ওপেনিং কম্বিনেশন। নজর এখন নির্বাচকদের দিকে — অভিজ্ঞতা, সাম্প্রতিক ফর্ম নাকি ভবিষ্যতের বিনিয়োগ? কে হবেন রাহুলের সঙ্গী, সেটাই এখন বড় প্রশ্ন।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs ENG: বাদ মহাতারকা! ইংল্যান্ডে 'ব্র্যান্ড নিউ' ওপেনিং জুটি পাচ্ছে টিম ইন্ডিয়া! সবথেকে বড় চমক!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল