IND vs ENG: বোর্ডের বিশাল ভুল! টি-২০ ক্রিকেটে সেরা ব্যাটার হারাবে ভারত! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Team India: গতবছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা অধিনায়কত্ব ছাড়েন। তারপর টি-২০ দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় সূর্যকুমার যাদবকে।
advertisement
1/7

পালাবদলের মধ্য দিয়ে যেতে চলেছে ভারতীয় ক্রিকেট। ইতিমধ্যেই টি-২০ ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি অবসর নিয়ে নিয়েছেন রোহিত শর্মা। একদিনের ও টেস্ট দলের অধিনায়কত্বও আর বেশি দিন করবেন না বলে জানিয়েছেন রোহিত।
advertisement
2/7
গতবছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা অধিনায়কত্ব ছাড়েন। তারপর টি-২০ দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় সূর্যকুমার যাদবকে। হার্দিক পান্ডিয়া নেতৃত্বের দৌড়ে থাকলেও শেষ পর্য সূর্যকুমারের উপরই আস্থা রাখে নির্বাচকরা।
advertisement
3/7
সূর্যকুমরা যাদব অধিনায়ক হওয়ার পর থেকে টি-২০ ক্রিকেটে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের উপর সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। নেতা হিসেবে সূর্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই কারও। কিন্তু মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাট হাতে তাঁর ফর্ম।
advertisement
4/7
ক্রিজের চার দিকে একের পর এক অবিশ্বাস্য সব শট খেলার দক্ষতার কারণে সূর্যকুমার যাদবকে 'মিস্টার ৩৬০ ডিগ্রি' বলা হয়। আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম বছরে ১৫৫.৪১ স্ট্রাইক রেটে প্রায় ৩৫ গড়ে ২৪৪ রান করেন তিনি।
advertisement
5/7
২০২২ সালে ৩১ ম্যাচে ৪৬.৫৬ গড়ে ১১৬৪ রান করেন সূর্য। প্রথম ভারতীয় হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে ১০০০-এর বেশি রানের নজির গড়েন তিনি। ২০২৩-এ ৪৮.৮৬ গড়ে মাত্র ১৮ ম্যাচে করেন ৭৩৩ রান। পরপর দুবার আইসিসির টি-২০ বর্ষসের প্লেয়ার নির্বাচিত হন।
advertisement
6/7
কিন্তু ২০২৪ সালে অধিনায়ক হওয়ার পর থেকেই পারফরম্যান্স গ্রাফ তলানির দিকে। ২৬.৮১ গড়ে করেছেন ৪২৯ রান। নতুন বছরের শুরুটাও ভালো করতে পারেন নি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তিনটি ইনিংসে করেছেন যথাক্রমে ০, ১২ ও ১৪। গড় মাত্র ৮.৬৬।
advertisement
7/7
ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে অধিনায়কত্বের চাপের কারণেই কী ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন সূর্যকুমার যাদব। বোর্ডের ভুলেই কি ফর্ম হারিয়েছেন স্কাই। এমনভাবে ব্যাটে রানের খরা থাকলে কতদিন তিনি অধিনায়ক থাকবেন তা নিয়েও উঠছে প্রশ্ন।