TRENDING:

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর যশস্বী জয়সওয়ালকে খোঁচা ! হারের জোড়া কারণ খেলা শেষে জানিয়ে দিলেন ভারত অধিনায়ক

Last Updated:
Shubman Gill After Loss: ঠিক কী কারণে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারতে হয়েছে তা স্পষ্টই জানিয়েছেন শুভমন গিল। লিডসে মঙ্গলবার ৫ উইকেটে হারের জোড়া কারণ খুঁজে পেয়েছেন তিনি। খেলা শেষে তা খোলসা করেছেন ভারত অধিনায়ক।
advertisement
1/8
ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর যশস্বীকে খোঁচা ! হারের জোড়া কারণ খেলা শেষে জানালেন শুভমান
আশা জাগিয়েও পারল না ভারত। ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হেরেই গেলেন শুভমন গিলেরা। শেষ দিন মেঘলা আবহাওয়াও কাজে লাগাতে পারলেন না জসপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজেরা। বার্মিংহামে দ্বিতীয় টেস্টে নামার আগে আত্মবিশ্বাস অনেকটাই কমে যাবে ভারতের। ম্যাচ শেষে হারের কারণও খোলসা করেছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল ৷
advertisement
2/8
ঠিক কী কারণে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারতে হয়েছে তা স্পষ্টই জানিয়েছেন শুভমন গিল। লিডসের হেডিংলেতে মঙ্গলবার ৫ উইকেটে হারের জোড়া কারণ খুঁজে পেয়েছেন তিনি। খেলা শেষে তা খোলসা করেছেন ভারত অধিনায়ক। (Photo: AP)
advertisement
3/8
শুভমন গিল বলেছেন, ‘‘ভাল টেস্ট ম্যাচ ছিল। ক্যাচ ছেড়ে দেওয়া, কিছু অতিরিক্ত রান দেওয়া আমাদের জন্য অনেকটাই ‘এক্সপেনসিভ’ হয়ে গেল। আমরা তাদের ৪৩০ রানের টার্গেট দেওয়ার কথা ভাবছিলাম কিন্তু আমাদের শেষের দিকের উইকেটগুলো তাড়াতাড়ি পড়ে গেল। এটা সহজ ছিল না। আমাদের এগিয়ে গিয়ে এতে উন্নতি করতে হবে। এই ধরনের উইকেট সহজে পাওয়া যায় না, কিন্তু আমাদের দল তরুণ। তাই আমাদের জন্য এটা শেখার বিষয়।’’ (Photo: AP)
advertisement
4/8
শুভমনের মতে, ক্যাচ ফস্কানো ও দলের লোয়ার অর্ডার রান না করাটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ম্যাচে। তিনি বলেন, “আমরা সুযোগ পেয়েছি। কিন্তু অনেকগুলো ক্যাচ ফস্কেছি। লোয়ার অর্ডার রান পায়নি। তাই হারতে হয়েছে। তবে সব মিলিয়ে দল যা খেলেছে তাতে গর্বিত।” (Photo: AP)
advertisement
5/8
শুভমন আরও বলেন, “আমরা ভেবেছিলাম দ্বিতীয় ইনিংসে ৪৩০ রান করে ডিক্লেয়ার করব। কিন্তু শেষ দিকে আমরা রান করতে পারিনি। তাই কাজটা কঠিন হয়েছে।” (Photo: AP)
advertisement
6/8
দুই ইনিংস মিলিয়ে মোট সাতটা ক্যাচ ফস্কেছেন ভারতের ফিল্ডারেরা। তার মধ্যে যশস্বী জয়সওয়াল একাই চারটে ক্যাচ ছেড়েছেন। ঋষভ পন্থ দুটো ও জাদেজা একটা ছেড়েছেন। ভারতীয় দলের এই খারাপ ফিল্ডিং একেবারেই কাঙ্খিত ছিল না ৷ তাই ভাল ব্যাটিং করেও টেস্টের শেষ দিন এসে হারতেই হয়েছে ভারতকে ৷ (Photo: AP)
advertisement
7/8
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় বোলারদের দুর্বল পারফরম্যান্স এবং ফিল্ডিংয়ে ঢিলেমির পুরো সুবিধা নিয়ে বেন ডকেটের দুর্দান্ত সেঞ্চুরির সাহায্যে ইংল্যান্ড ৩৭১ রানের টার্গেট সহজেই করতে সক্ষম হল ৷ ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল ফিল্ডিংকে হারের জন্য দায়ী করেছেন। (Photo: AP)
advertisement
8/8
যে ভুলগুলো এই ম্যাচে তাঁরা করেছেন তা শুধরে পরের ম্যাচে নামতে চান। এই দলে অনেক নতুন ক্রিকেটার। তাঁদের সময় দিতে চাইছেন অধিনায়ক। শুভমন বলেন, “এত তাড়াতাড়ি সবকিছু হয়েছে যে ফিরতে পারিনি। এই ভুলগুলো শুধরে পরের ম্যাচে নামার চেষ্টা করব। এটা নতুন দল। অনেক কিছু শেখার আছে। ওদের সময় দিতে হবে।” (Photo: AP)
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর যশস্বী জয়সওয়ালকে খোঁচা ! হারের জোড়া কারণ খেলা শেষে জানিয়ে দিলেন ভারত অধিনায়ক
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল