TRENDING:

Ravindra Jadeja: ইশারাই করতে থেকে গেলেন গিল, জাদেজা কিন্তু শুনলেন না ! স্ত্রী রিভাবা কী বললেন?

Last Updated:
ম্যাঞ্চেস্টারে কঠিন পরিস্থিতিতে করা সেই দুর্দান্ত সেঞ্চুরির পরেও জাদেজা তাঁর ‘সিগনেচার স্টাইল’ উদযাপন করলেন না। ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ৷
advertisement
1/5
ইশারাই করতে থেকে গেলেন গিল, জাদেজা কিন্তু শুনলেন না ! স্ত্রী রিভাবা কী বললেন?
রবীন্দ্র জাদেজার সেই বিখ্যাত ‘সোর্ড সেলিব্রেশন’। তিনি যখনই সেঞ্চুরি বা হাফ-সেঞ্চুরি করেন, ব্যাট ঘুরিয়ে রাজপুত স্টাইলে তলোয়ার চালানোর মতো করে উদযাপন করেন। কিন্তু ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে করা সেই দুর্দান্ত সেঞ্চুরির পরেও জাদেজা তাঁর ‘সিগনেচার স্টাইল’ উদযাপন করলেন না।
advertisement
2/5
ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, বিশেষ করে স্টোকসের সঙ্গে হওয়া বাদানুবাদের পর জাদেজা নিশ্চয়ই জোরে ব্যাট ঘুরিয়ে জবাব দেবেন। কিন্তু সেই মুহূর্তে ভারতীয় অলরাউন্ডারের মাথায় কিছু একদম ভিন্ন চিন্তা ছিল। ওল্ড ট্র্যাফোর্ডে ড্রেসিংরুম থেকে গোটা দল তাঁর সেঞ্চুরি উদযাপন করছিল। অধিনায়ক শুভমান গিল তো হাসতে হাসতে জাদেজার সেই তলোয়ার চালানোর ভঙ্গিও নকল করে ফেলেন। মনে হচ্ছিল, এবার বুঝি জাদেজাও পিচের মাঝে দাঁড়িয়ে রাজপুত স্টাইলে ব্যাট ঘোরাবেন। কিন্তু শেষপর্যন্ত তা হল না, কোনও তলোয়ারই চালালেন না তিনি। (Photo: PTI)
advertisement
3/5
এই প্রসঙ্গে জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা এক আবেগঘন বার্তা দিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘তলোয়ার নয়, এক নিখাদ যোদ্ধার জেদ! আমার স্বামীর এই সেঞ্চুরি ছিল ধৈর্য, সাহস এবং সংকল্পের প্রতীক, যখন টিম ইন্ডিয়ার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এই ইনিংস শুধু স্মরণীয় নয়, হৃদয়ে ধরে রাখার মতো। গোটা দল যে সংহতির সঙ্গে খেলেছে, তা এই মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলেছে।’’
advertisement
4/5
চার টেস্টের পরে ব্যাটসম্যানদের তালিকায় জাদেজা রয়েছেন চার নম্বরে। তাঁর রান ৪৫৪। যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি। তাঁর আগে শুভমান গিল, কেএল রাহুল ও ঋষভ পন্থ। মাথায় রাখতে হবে, এঁদের মধ্যে জাদেজার ব্যাটিং অর্ডার সবার নীচে, ছয় নম্বরে।
advertisement
5/5
উল্লেখ্য, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর ইংল্যান্ডের মুখের গ্রাস কেড়ে নিয়ে অবিশ্বাস্য ইনিংসে খেলে ম্যানচেস্টার টেস্টে নিশ্চিত হার বাঁচান। এই দুই স্পিনার-অলরাউন্ডার ৩০৩ বল খেলে ২০৪ রানের ঐতিহাসিক জুটি গড়েন এবং ভারতকে হার থেকে বাঁচান।
বাংলা খবর/ছবি/খেলা/
Ravindra Jadeja: ইশারাই করতে থেকে গেলেন গিল, জাদেজা কিন্তু শুনলেন না ! স্ত্রী রিভাবা কী বললেন?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল