TRENDING:

IND vs ENG: চোখে সর্ষে ফুল দেখবে ইংরেজরা! দ্বিতীয় টেস্টে ভারতের বোলিং অ্যাটাকে ফিরছেন এমন ২ তারকা!

Last Updated:
India vs England 2nd Test: ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ২ জুলাই বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে হবে। প্রথম টেস্ট হারের পর ভারতীয় দল কেমন টিম কম্বিনেশন রাখবে বার্মিংহামে তা নিয়ে চলছে জোর জল্পনা।
advertisement
1/6
চোখে সর্ষে ফুল দেখবে ইংরেজরা! দ্বিতীয় টেস্টে ভারতের বোলিং অ্যাটাকে ফিরছেন এমন ২ তারকা!
ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ২ জুলাই বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে হবে। প্রথম টেস্ট হারের পর ভারতীয় দল কেমন টিম কম্বিনেশন রাখবে বার্মিংহামে তা নিয়ে চলছে জোর জল্পনা। জয়ে ফিরতে মোক্ষম অস্ত্রকে প্রথম একাদশে সুযোগ দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
advertisement
2/6
বার্মিংহামে এমনিতেই রেকর্ড খুব খারাপ ভারতের। এই মাঠে কোনও দিন জিততে পারেনি টিম ইন্ডিয়া। তবে এবার এজবাস্টনে ইতিহাস বদলের লক্ষ্যে নামতে তৈরি শুভমান গিলের দল। বার্মিংহামেরউইকেটে মনে করা হচ্ছে স্পিনাররা সহায়তা পাবেন। সেই কারণে অতিরিক্ত স্পিনার খেলাতে পারে ভারত।
advertisement
3/6
প্রথম টেস্টে রবীন্দ্র জাদেজা একমাত্র স্পিনার হিসেবে ছিলেন প্রথম একাদশে। কিন্তু সেভাবে কার্যকরী ভূমিকা নিতে পারেননি। দ্বিতীয় টেস্টে জাদেজার সঙ্গে দলে সুযোগ পেতে পারেন চায়নাম্যান কুলদীপ যাদব। স্পিনের জোড়া ফলায় ইংরেজদের কুপকাত করার ছক কষছে ভারত।
advertisement
4/6
এমনিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড ভাল কুলদীপ যাদবের। কুলদীপ যাদব এখন পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ৬টি টেস্ট ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি মোট ২১টি উইকেট নিয়েছেন। তিনি ২২.২৮ গড়ে বোলিং করেছেন এবং ৩৮.৭ স্ট্রাইক রেট করেছেন। তার সেরা পারফরম্যান্স হল ৭২ রানে ৫ উইকেট।
advertisement
5/6
কুলদীপ যাদব একজন চালাক স্পিনার এবং ব্যাটসম্যানদের ভালোভাবে বোকা বানাতে পারেন। তার রিস্ট স্পিন বুঝতে বারবার সমস্যায় পড়েছেন ইংরেজ ব্যাটাররা। অনেক অভিজ্ঞ খেলোয়াড় তাকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিচ্ছেন।
advertisement
6/6
সম্ভাবনা কম হলেও রবীন্দ্র জাদেজার পরিবর্তে বার্মিংহামে সুযোগ পেতে পারেন ওয়াশিংটন সুন্দর। কুলদীপ খেললে ২ জন বাঁ হাতি স্পিনার নাও খেলাতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানে অফ স্পিনের পাশাপাশি ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং হাতও যথেষ্ট ভাল।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs ENG: চোখে সর্ষে ফুল দেখবে ইংরেজরা! দ্বিতীয় টেস্টে ভারতের বোলিং অ্যাটাকে ফিরছেন এমন ২ তারকা!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল