IND vs ENG: KL Rahul: বিয়ারের বোতলের ঢাকনা ছোঁড়া হল রাহুলের গায়ে, ইংরেজ দর্শকদের অসভ্যতা চলছেই
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রাহুল। তখনই তাঁর গায়ে এসে লাগে বিয়ারের বোতলের ঢাকনা, শ্যাম্পেনের বোতলের কর্ক।
advertisement
1/5

অদ্ভুত অসভ্যতা। আর এই অসভ্যতা চলছেই। লর্ডসে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালীন ইংরেজ সমর্থকরা কে এল রাহুলের গায়ে শ্যাম্পেনের বোতলের কর্ক, বিয়ারের বোতলের ঢাকনা ছুঁড়ে মারলেন। ইংরেজদের মাটিতে বারবার ভারতীয় ক্রিকেটারদের হেনস্থা করা হচ্ছে।
advertisement
2/5
ভারতীয় দল ইংল্যান্ডে খেলতে গেলেই নানা ধরণের হেনস্থার শিকার হয়। কখনও গ্যালারি থেকে গালিগালাজ, কখনও বর্ণবিদ্বেষী মন্তব্য, সবই হজম করতে হয় ভারতীয় ক্রিকেটারদের। আর ইংরেজে দর্শকদের অসভ্যতার পরম্পরা চলছেই।
advertisement
3/5
লর্ডস টেস্টের তৃতীয় দিন বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় কে এল রাহুলের দিকে বিয়ারের বোতলের ঢাকনা ও শ্যাম্পেনের বোতলের কর্ক ছুড়ে মারে ইংরেজ দর্শকরা। এর পরই রাহুল এই ঘটনার অভিযোগ জানান অধিনায়ক বিরাট কোহলির কাছে। কোহলি দর্শকদের এমন আচরণে প্রচণ্ড রেগে যান। তিনি রাহুলকে বলেন বোতলের ঢাকনা দর্শকদের দিকে পাল্টা ছুড়ে মারতে। তবে রাহুল তেমনটা করেননি।
advertisement
4/5
এর আগে বিরাট কোহলি, মহম্মদ সিরাজের মতো ক্রিকেটারদেরও বিদেশের মাটিতে খেলতে নেমে দর্শকদের হেনস্থার শিকার হতে হয়েছে। কোহলি মাথা ঠাণ্ডা রাখতে পারেননি। বারবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এই ব্যাপারে ক্ষমা চেয়ে পরিস্থিতি ঠাণ্ডা করে দেয়। এমন কাণ্ড করা দর্শক ধরা পড়লে তাঁকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। শাস্তি বলকে স্রেফ এটুকুই।
advertisement
5/5
কে এল রাহুলের সঙ্গে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল বিভান। তিনি জানিয়েছেন, এই ঘটনা নতুন নয়। ইংল্যান্ডের মাটিতে খেলতে নেমে তাঁকেও বেশ কয়েকবার এমন পরিস্থিতিতে পড়ত হয়েছে।ল বিশ্ব ক্রিকেটের অনেকেই দর্শকদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন।