Mohammed Shami: এখনই মাঠে ফেরা হচ্ছে না শামির? তারকা পেসারকে নিয়ে কোন সিদ্ধান্ত নিল বোর্ড! বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Mohammed Shami: ১৪ মাস পর চোট সারিয়ে ভারতীয় দলে ফিরলেও এখনও প্রথম একাদশে খেলতে দেখা যায়নি মহম্মদ শামিকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টি-২০ ম্যাচে শামিকে রাখা হ.নি দলে। কেন তারকা পেসারকে খেলানো হচ্ছে না? তা নিয়ে কৌতুহল সকলের মনেই।
advertisement
1/6

১৪ মাস পর চোট সারিয়ে ভারতীয় দলে ফিরলেও এখনও প্রথম একাদশে খেলতে দেখা যায়নি মহম্মদ শামিকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টি-২০ ম্যাচে শামিকে রাখা হ.নি দলে। কেন তারকা পেসারকে খেলানো হচ্ছে না? তা নিয়ে কৌতুহল সকলের মনেই।
advertisement
2/6
তবে শামিকে হয়তো এখনই দেখা যাবে না ২২ গজে। শামিকে নিয়ে যে আপডেট বোর্ড সূত্রে পাওয়া যাচ্ছে তাতে শামিকে মাঠে দেখা যেতে আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে ফ্যানেদের। তবে সেই অপেক্ষা চোট বা ফিটনেসের জন্য নয়।
advertisement
3/6
আসলে শামিকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে মা বিসিসিআই। মহম্মদ শামি খুব একটা টি-২০ ক্রিকেট খেলেন না। অন্যদিকে, জসপ্রীত বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই শামিকে টি-২০ সিরিজে খেলাতে চাইছে না বোর্ড।
advertisement
4/6
বিসিসিআই-এর এক আধিকারিক বলেছেন, ‘চোট পাওয়ার পর শামি যেই ২ কেজি ওজন বাড়িয়েছিল তা কমিয়েছে। সে পূর্ণ শক্তি দিয়ে বল করছে। ওর টি-২০ ক্রিকেটে বেশি কিছু করার নেই। কিন্তু আসন্ন ওডিআই ম্যাচগুলিতে ওকে অনেক কিছু করতে হবে।’
advertisement
5/6
তাহলে প্রশ্ন উঠছে যদি খেলানোই না হয় তাহলে তাঁকে দলে নেওয়া হল কেন? বিশেষজ্ঞদের মতে, ভারতীয় দলের ফিটনেস ট্রেনিং ও অন্যান্য অুশীলনের মধ্যে রাখতেই এমনটা করা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ২২ গজে পিরবেন তারকা পেসার।
advertisement
6/6
মহম্মদ শামি দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপের ফাইনালে। জসপ্রীত বুমরাহ যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলতে পারে তাহলে বড় দায়িত্ব নিতে হবে শামিকে। সেই কারণেই পেস অ্যাটাকের প্রধান শক্তিকে সঞ্চয়ে রাখছে বোর্ড।