IND vs ENG: আর কত সুযোগ পাবে করুন নায়ার? এবার কি ৪ বছরের অপেক্ষায় অবসান হবে তারকা ব্যাটারের?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 3rd Test: চতুর্থ দিনে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অলআউট করার পর টিম ইন্ডিয়াকে অ্যাডভান্টেজ ধরা হচ্ছিল। কিন্তু দিনের শেষে ভারতের ৪ উইকেট ফেলে ফের ম্যাচে ফিরেছে ইংল্যান্ড।
advertisement
1/8

ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট রোমাঞ্চকর শেষের দিকে এগোচ্ছে। প্রথম ৩ দিনই ম্যাচে দুই দল সমানে-সমানে লড়াই করে। চতুর্থ দিনে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অলআউট করার পর টিম ইন্ডিয়াকে অ্যাডভান্টেজ ধরা হচ্ছিল। কিন্তু দিনের শেষে ভারতের ৪ উইকেট ফেলে ফের ম্যাচে ফিরেছে ইংল্যান্ড।
advertisement
2/8
১৯৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারত চতুর্থ দিনের খেলা শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৫৮ রান তুলেছে। কেএল রাহুল ৩৩ রানে বর্তমানে ক্রিজে আছেন। জয়ের জন্য ভারতের আরও ১৩৫ রান প্রয়োজন। জয়ের জন্য ইংল্যান্ডের শেষ দিনের খেলায় ৬ উইকেট নিতে হবে।
advertisement
3/8
প্রথম দুটি টেস্টে ব্যর্থ করুণ নায়ার তৃতীয় টেস্টেও ভালো পারফর্ম করতে পারেননি। প্রথম ইনিংসে ৪০ রান করার পর দ্বিতীয় ইনিংসেও মাত্র ১৪ রান করে আউট হন করুন নায়ার।ব্রাইডন কার্সের বল বুঝতে না পেরে এলবি আউট হন তিনি।
advertisement
4/8
এই ম্যাচে উভয় ইনিংসে করুন নায়ারের মোট রান ৫৪। তিনটি টেস্টে তার মোট রান ১৩১। তার গড় ২১.৮। টপ অর্ডারে ব্যাটিং করার সময় গড়ে ২১ রান তার খারাপ পারফরম্যান্সের প্রমাণ। এমন একজন খেলোয়াড়কে প্লেয়িং ইলেভেন থেকে বাদ দেওয়া উচিত বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ ও ফ্যানেরা।
advertisement
5/8
গত এক বছর ধরে ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত খেলছেন করুন নায়ার, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন। এর ফলে তিনি ভারতীয় দলে জায়গা করে নেন। কিন্তু ৮ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও সাফল্য আসছে না করুন নায়ারের। বিদেশি কন্ডিশনে বলের নড়া-চড়া বুঝতে পারছেন না করুন।
advertisement
6/8
এই ধারাবাহিকতায় তৃতীয় টেস্টের ফলাফল যাই হোক না কেন, চতুর্থ টেস্ট থেকে করুণ নায়ারকে বাদ দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। সাই সুদর্শন প্রথম টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও, দ্বিতীয় ইনিংসে তিনি ৩০ রান করেছিলেন। করুণ নায়ারের মতো তাকেও সুযোগ দেওয়া উচিত। যদি এই দুজন ব্যর্থ হন, তাহলে অভিমন্যু ঈশ্বরণ স্কোয়াডে রয়েছেন। এছাড়া সরফরাজ খান, রজত পতিদার এবং তিলক বর্মার মতো অনেক খেলোয়াড় টিম ইন্ডিয়ায় ডাক পাওয়ার অপেক্ষায় আছেন।
advertisement
7/8
বিশেষ করে অভিমন্যু ঈশ্বরণ ৪ বছর ধরে প্রথম একাদশে সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছে। গত ইংল্যান্ড সফর থেকে তিনি দলের সঙ্গে রয়েছেন। এবারও প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন বাংলার ব্যাটার। অন্তত একটা সুযোগ প্রাপ্য তার।
advertisement
8/8
লর্ডস টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৮৭ রানে অলআউট হয়ে যায়। পরে, ভারতও তাদের প্রথম ইনিংসে ঠিক ৩৮৭ রান করে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১৯২ রানে অলআউট হয়ে যায়। এর ফলে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৯৩ রানের।