IND vs ENG 3rd T20: দলে আরও এক কেকেআর তারকা! সিরিজ জয়ের লক্ষ্যে প্রথম একাদশে একাধিক বদল ভারতের! ইংল্যান্ডের মরণ-বাঁচন ম্যাচ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 3rd T20: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুরন্ত ফর্মে ভারতীয় দল। প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই ৫ ম্যাচের সিরিজে ২-০ লিড নিয়েছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার রাজকোটে তৃতীয় ম্যাচে সিরিজ জয়ের হাতছানি সূর্যকুমার যাদবের দলের সামনে।
advertisement
1/7

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুরন্ত ফর্মে ভারতীয় দল। প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই ৫ ম্যাচের সিরিজে ২-০ লিড নিয়েছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার রাজকোটে তৃতীয় ম্যাচে সিরিজ জয়ের হাতছানি সূর্যকুমার যাদবের দলের সামনে।
advertisement
2/7
প্রথম ম্যাচে ব্যাটে বলে দাপট দেখিয়ে জিতেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে বোলাররা ফর্ম ধরে রাখলেও ব্যাটারদের মধ্যে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে। তিলক বর্মা অবিশ্বাস্য ইনিংস না খেললে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত।
advertisement
3/7
তৃতীয় ম্যাচে রাজকোটে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা রয়েছে। বিশেষ করে মহম্মদ শামি তৃতীয় ম্যাচেও দলে জায়গা পাবেন কিনা সব থেকে বড় প্রশ্ন সেটাই। এছাড়া ব্যাটিং লাইনেও হতে পারে পরিবর্তন।
advertisement
4/7
দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন ধ্রুব জুরেল। তৃতীয় ম্যাচে তার জায়গায় প্রথম একাদশে আসতে পারেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার রমনদীপ সিং। রমনদীপ খেললে বোলিংয়ের একটি অপশনও বাড়বে।
advertisement
5/7
অপরদিকে, পরপর দুটি ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ইংল্যান্ডের। বাকি তিনটি ম্যাচই ডু অর ডাই জস বাটলারের দলের কাছে। বাজবল ক্রিকেট যে ভারতের মাটিতে কাজ করছে তা বুঝে গিয়েছে ব্রিটিশরা। তৃতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া তারাও।
advertisement
6/7
এক ঝলকে দেখে নিন তৃতীয় ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রমনদীপ সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই / মহম্মদ শামি, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
advertisement
7/7
এক ঝলকে দেখে নিন তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেইমি স্মিথ, জেইমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রাশিদ, মার্ক উড।