IND vs ENG: ভারতের ইংল্যান্ড সফরের দল ঘোষণা থেকে কে হচ্ছে অধিনায়ক? বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 2025: আইপিএলের পর ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারতের ইংল্যান্ড সফর। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। দল ঘোষণা নিয়ে বড় আপডেট।
advertisement
1/7

আইপিএলের পর ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারতের ইংল্যান্ড সফর। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। নতুন অধিনায়ক কে হবে ভারতের, কারা সুযোগ পাবে ইংল্যান্ড সফরের দলে, কবে হবে দল ঘোষণা এনিয়ে চলছে জল্পনা। এরই মধ্যে মিলল বড় আপডেট।
advertisement
2/7
এক সূত্র অনুসারে, ভারতের ইংল্যান্ড সফরের জন্য পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা হবে শনিবার, ২৪ মে। এই সিরিজকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে অধিনায়কত্বের প্রশ্নে শুভমান গিল ও জসপ্রিত বুমরাহর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে।
advertisement
3/7
টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর ঘোষণার পর এটি প্রথম বড় দল নির্বাচন। ফলে নতুন অধিনায়কের নাম ঘিরে জল্পনা আরও বেড়েছে। শুভমান গিল এগিয়ে থাকলেও বুমরাহর অভিজ্ঞতাও বিবেচনায় রাখা হচ্ছে।
advertisement
4/7
প্রতিবেদন অনুযায়ী, ভারতের জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর দল ঘোষণা করবেন। এই দলে ১৬ অথবা ১৭ জন খেলোয়াড় জায়গা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
advertisement
5/7
এই সিরিজে টেস্ট দলে একাধিক নতুন মুখ দেখা যেতে পারে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম বি সাই সুদর্শন। যিনি প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেতে চলেছেন।
advertisement
6/7
আরেক চমক হিসেবে থাকছেন টি২০ স্পেশালিস্ট বাঁহাতি পেসার অর্শদীপ সিং। সুইং বোলিংয়ে দক্ষ এই তরুণ পেসার ইংল্যান্ডের পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করা হচ্ছে।
advertisement
7/7
ইংল্যান্ড সফর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে একটি নতুন নেতৃত্বের সূচনা ও তরুণ খেলোয়াড়দের অভিষেকের দিক থেকে। এই সিরিজে ভারতের পারফরম্যান্স আগামী দিনের টেস্ট ভবিষ্যতের জন্য দিকনির্দেশক হতে পারে।