যার জন্য অপেক্ষা করল গোটা কলকাতা, তাঁকেই দেখা গেল না ইডেনে! এ কী কাণ্ড!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ind vs Eng 1st T20- ২০২৩-র বিশ্বকাপে ভারতের জার্সি গায়ে শেষবার দেখা গিয়েছিল শামিকে। তবে তার পর চোট সারিয়ে রনজি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফির ম্যাচে খেলেছেন তিনি।
advertisement
1/5

অনেকেই মনে করেচিলেন আজ তাঁর প্রত্যাবর্তন হবে। ১৪ মাস পর আবার ভারতের জার্সি গায়ে আগুন জড়াবেন মহম্মদ শামি। তবে কয়েক লাখ ভক্তের মন ভাঙল। বাড়ল অপেক্ষা।
advertisement
2/5
ইডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০র দলে মহম্মদ শামিকে রাখল না ম্যানেজমেন্ট। আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করা হল না শামির। তাঁর জন্য অপেক্ষা করে ছিল গোটা কলকাতা, বাংলার ক্রিকেটভক্তরা। তবে ইডেনে শামিকে প্রথম একাদশে রাখা হল না।
advertisement
3/5
এদিন ইডেনে ভারত-ইংল্যান্ড ম্যাচে টসের আগে ক্যামেরার সামনেই ছিলেন শামি। বোলিংয়ের ফুটমার্ক মাপছিলেন তিনি। কখনও দেখা গেল ওয়ার্ম-আপ করছেন। তবে শেষমেশ খেলা হল না তাঁর।
advertisement
4/5
২০২৩-র বিশ্বকাপে ভারতের জার্সি গায়ে শেষবার দেখা গিয়েছিল শামিকে। তবে তার পর চোট সারিয়ে রনজি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফির ম্যাচে খেলেছেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শামিকে ইংল্যান্ড সিরিজে দেখা যাবে বলেই আশা করা হচ্ছে।
advertisement
5/5
শামিকে কেন খেলানো হল না! ক্যাপ্টেন সূর্য বলে গেলেন, টিম কম্বিনেশন-এর জন্যই শামিকে দলে রাখা হয়নি। এদিন অবশ্য শামির অভাব ঢেকে দিলেন অরশদীপ সিং, বরুণ চক্রবর্তীরা। ইংল্যান্ডকে ভারতীয় বোলাররা বেঁধে ফেললেন মাত্র ১৩২ রানে। বপুণ পেলেন তিন উইকেট, অর্শদীপ, অক্ষর ও পান্ডিয়া পেলেন ২টি করে উইকেট।