IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইতে একাদশে নেই বিরাট কোহলি, কারণটা কী?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 1st ODI: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে শেষ প্রস্তুতি সেরে নেওয়ার লক্ষ্যে টিম ইন্ডিয়া। কিন্তু প্রথম ম্য়াচে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল ভারতীয় দল।
advertisement
1/6

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে শেষ প্রস্তুতি সেরে নেওয়ার লক্ষ্যে টিম ইন্ডিয়া। কিন্তু প্রথম ম্য়াচে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল ভারতীয় দল।
advertisement
2/6
ওডিআই সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত সিনিয়র ক্রিকেটারদের দেখার জন্য মুখিয়ে ছিল সকলেই। কিন্তু ম্যাচের টস সময় খারাপ খবরটা শোনালেন অধিনায়ক রোহিত শর্মা।
advertisement
3/6
টসের পর প্রথম একাদশ নিয়ে বলতে গিয়ে রোহিত শর্মা বলেন, হাঁটুর চোটের কারণে প্রথম একাদশে নেই বিরাট কোহলি। সেই জায়গায় যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেওয়া হয়েছে। অভিষেক হচ্ছে যশস্বী ও হর্ষিত রানার।
advertisement
4/6
কয়েক দিন আগেও রনজি ট্রফির ম্যাচ খেলতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। কিন্তু তখনও কোহলির চোট সম্পর্কে জানা যায়নি। নাগপুরে অনুশীলনেও ব্যাটিং করতে দেখা যায় কোহলি।
advertisement
5/6
তবে কোহলির কখন চোট লাগল সেবিষয়ে রোহিত কিছুই জানাননি। আগামি ম্যাচগুলি খেলতে পারবেন কিনা সেবিষয়ে কোনও আপডেট নেই। তবে কোহলির চোট ভারতীয় দলের বড় ধাক্কা সেবিষয়ে কোনো সন্দেহ নেই।
advertisement
6/6
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (সহ অধিনায়ক), শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, হর্ষিত রানা।